কুমিল্লায় শেষ হল মাসব্যাপী গ্রামীণ মেকানিক প্রশিক্ষণ

552

কুমিল্লায় মাসব্যাপী গ্রামীণ মেকানিক প্রশিক্ষণ শেষ হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপসহকারী কৃষি অফিসার মো: মহসিন মিজি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সমন্বিত ব‌্যবস্থাপনার মাধ‌্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প, ‍কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), খামারবাড়ি, ঢাকা  এর আর্থিক সহযোগীতায়, উপপরিচালকের কার্যালয়, ডিএই, খামারবাড়ি, কুমিল্লা এর ব‌্যবস্থাপনায় ২৮ দিন ব‌্যাপি গ্রামীণ মেকানিক প্রশিক্ষণ ৮ নভেম্বর সমাপনী অনুষ্ঠিত হয়।

এতে আরও বলা হয়,  কৃষি কাজে যান্ত্রিকীকরণের ফলে উৎপাদন খরচ কম হয়, সময় কম লাগে বিধায় কৃষি কাজে যান্ত্রিকীকরণ সময়ের দাবি। দেশের বিশাল জনগোষ্টিকে খাদ‌্য নিরাপত্তা দিতে কৃষি যান্ত্রিকীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সার্বিক বিষয়কে গুরুত্ব দিয়ে দেশকে খাদ‌্য নিরাপত্তা দেয়াই প্রশিক্ষণের উদ্দেশ‌্য।

সমপনী অনুষ্ঠানে ডিএই, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ ড. মোহিত কুমার দে প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের হাতে মেকানিক একাধিক যত্র, সনদ পত্র এবং প্রশিক্ষণ ভাতা তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- কুমিল্লার ডিএই’র  উপপরিচালক কৃষিবিদ মিজানুর রহমান, কুমিল্লার হর্টিকালচার সেন্টার উপপরিচালক  কৃষিবিদ আমজাদ হোসেন, কুমিল্লার ডিএই’র জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ সিরাজ উদ্দিন হোসেন, কুমিল্লার ডিএই’র কৃষি প্রকৌশলী কৃষিবিদ মো. বদরুজ্জামান মুসলিমী।

ফার্মসএন্ডফার্মার/ ১০ নভেম্বর, ২০২২