গরুকে ঔষধ খাওয়ানোর সময় যে অনিয়ম গুলো দেখা যায় ও করনীয়

29

খাওয়ানোর সময় অবহেলা করার ফলে শ্বাসনালীতে ঔষুধ চলে যাওয়ায় গরুর মৃত্যু পর্যন্ত হতে পারে

ঔষধ খাওয়ানোর সময় যে অনিয়ম গুলো করা হয়ঃ
১।চিকিৎসকের পরামর্শ না নেওয়া।
২।নিজেরাই নিজেদের চিকিৎসা করে থাকি।
৩।বিভিন্ন বন্ধু বান্ধব ও আত্নীয়দের কাছে পরামর্শ নেওয়া, অথচ সেই বিষয়ে সে অজানা।
৪।ফেসবুক, ইউটিউবের একাধিক পরামর্শ গ্রহণ করে একটা কাজ না হলে আরেক টা অবলম্বন করা এই আইন চালু রাখা…..

শ্বাসনালিতে ঔষুধ গেলে গরুর বিভিন্ন লক্ষণঃ
১।ঘন,ঘন শ্বাস ফেলবে,
২।মাঝে মাঝে জিব্বা বাহির করে দেয়,
৩।জাবর কাটা বন্ধ করে দিবে,
৪।চুপচাপ দাড়িয়ে থাকবে,
৫।পেঁঠ ফাঁপা দেখা ও দিতে পারে,
৬।শরীলের তাপ কমে যেতে পারে,
৭।শেষ পরিণতি মৃত্যু ও হয়।

করণীয়ঃ
১।জোর করে কোন ঔষুধ গরুকে খাওয়ানো যাবে না।
২।ঔষুধ গরুর খাবার পানিতে মিশিয়ে খাওয়াবেন।
৩।ঔষুধ খাওয়ালে খুবই খুবই সতর্কতা অবলম্বন করতে হবে।
৪।গরুর পরিপূর্ণ লক্ষণ লক্ষ করে চিকিৎসা করতে হবে নয়তো দূঘ’টনা হতে পারে।
৫।প্রাথমিক ভাবে একটা খড়ের ৬/৮ আঙ্গুল অংশ নিয়ে আস্তে ধীরে নাকে ঢুকিয়ে সুড়সুড়ি দেওয়াতে চেষ্টা করবেন।
৬।অজানা বিষয় হলে নিজের ইচ্ছা মতো চিকিৎসা করবেন না।
৭।শ্বাসনালীতে ঔষধ গেলে একাধিক সমস্যা দেখা দিতে পারে, সুতরাং উল্টাপাল্টা চিকিৎসা পরিহার করতে হবে।
৮।সমস্যা দেখা দিলেই প্রাণী সম্পদ হাসপাতালে যোগাযোগ করুণ নয়তো প্রাণী চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।
এই সমস্যা হলে রিক্সটা অনেক অনেক বেশি। কারণ চিকিৎসা করলে উপকার হয় খুবই কম।