ছাদ বাগানের মাল্টা ঝরে যাওয়ার কারন ও প্রতিকার

655

টবে অনেক সময় পানি বেশী দেয়ার কারনে, কিছু ফুল ঝড়ে যাবে তার পরেও ফল আসবে, আর যদি বেশি ফলন পেতে চান তাহলে, মাল্টা গাছের গোড়া থেকে কিছুটা দূরে চারদিক গর্ত করে ফুল আসার পূর্বে, এক ভাগ মাটির সাথে এক ভাগ জৈব সার মিশিয়ে নিবেন। ১৫ দিন পর গাছে নতুন পাতা আসলে ছোট টবে আধা চা চামচ বড় টবে এক চা চামচ আর হাফড্রামে এক টেবিল চামচ বোরন দিতে হবে। বোরন সার গাছের গোড়ায় দেয়া যাবেনা। টবের কিনারা ঘেঁষে সার দিতে হয়। সার বিকেলে যখন সুর্য্যের তেজ কমে যায় তখন দিতে হয়।

ফুল থেকে গুটি আসার পরই পতি সপ্তাহে একবার লিবরেল জিংক বা চিলেটেড জিংক প্রতি লিটার পানিতে ১ গ্রাম, লিবরেল বোরন (বোরাক্স/ বরিক এসিড) প্রতি লিটারে ২ গ্রাম একত্রে ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে, ফল পাকার পূর্ব পর্যন্ত।

গাছে পোকার আক্রমন হলে ফল ঝরে পড়ে অথবা গাছে ফুল আসার শেষের দিকে যখন ফল আসতে শুরু করে তখন যদি গাছের গোড়ার মাটি খুড়ে কোন রাসায়নিক সার দেওয়া হয় অথবা ভুল মেডিসিন ছোট ফলে স্প্রে করা হয় অথবা গাছকে এক জায়গার গাছ অন্য জায়গায় স্হানান্তর করা হয় তখন ফল ঝরে যাবে।

ফার্মসএন্ডফার্মার/ ২৬ সেপ্টেম্বর ২০২১