পঞ্চগড়ে আগাম শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত চাষীরা

20

পঞ্চগড় জেলায় এবার শুরু হয়েছে আগাম শীতকালীন সবজির চাষ। সবজি চাষীরা শীতকালীন শাক সবজির পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন মাঠে। ভালো দাম পাবার আশায় কৃষকেরা শীতকালীন সবজি লাউ,ফুলকপি, মুলা, পাতাকপি,শিম, ধুনিয়াপাতা, বেগুন, সবুজ শাক চাষে ব্যস্ত সময় পার করছেন। অনেক কৃষক আগাম সবজি চাষ করায় ইতিমধ্যে বেগুন,মুলা, ধুনিয়াপাতা,শিম স্বল্প পরিমানে বাজারজাত করতে শুরু করেছেন। ভালো দামও পাচ্ছেন।

জেলার সবুজপাড়া গ্রামের কৃষক জাকির জানান, তিনি এক বিঘা জমিতে বেগুন ও এক বিঘা জমিতে আগাম মুলা চাষ করেছেন। বিক্রি শুরু করেছেন গত সপ্তাহ থেকে। প্রতি মণ বেগুন পাইকারি বিক্রি করছেন ১৫০০ টাকা থেকে ১৮০০ টাকা দরে। মুলা প্রতি মণ পাইকারী বিক্রি করছেন ১৪শ টাকা দরে। কৃষক জাকির এর মধ্যে ৬০ হাজার টাকার বেগুন ও ৪০ হাজার টাকার মুলা বিক্রি করেছেন। কৃষক জাকির আরও প্রায় ৪০ হাজার টাকার বেগুন ও ৩০ হাজার টাকার মুলা বিক্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন। সবজির দাম বেশি পাওযায় কৃষক খুশি। জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর এ জেলায় ২ হাজার ৮শ হেক্টর জমিতে শীতকালীন শকিসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন বাসসকে জানান, কৃষি বিভাগ কীটনাশক ছাড়াই আলোর ফাঁদ পেতে বেগুন,শিম ,লাউ চাষে কৃষকদের উদ্ধুদ্ধ করা হচ্ছে। এ পদ্ধতি এখন অনেকাংশে কৃষকদের কাছে জনপ্রিয় হচ্ছে। খাদ্যের গুনগত মান রক্ষায় এবং স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে আলোর ফাঁদ পেতে কৃষকদের বিভিন্ন ফসল উৎপাদনে উৎসাহ প্রদান করা হচ্ছে। এ পদ্ধতিতে এবার ৫শ হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজি চাষ জেলায় কৃষকদের মধ্যে করানো হয়েছে, মর্মে উপ-পরিচালক জানান।