পুকুরের পানিতে আয়রনের মাত্রা নির্ণয়ের পদ্ধতি

51

মাছ চাষের সাথে পুকুর ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পুকুরের গুণগতমান যদি ভাল না হয় থাকলে কাঙ্ক্ষিত মাছের উৎপাদন পাওয়া সম্ভব নয়। পুকুরের গুণগতমানের সাথে পুকুরের পানি জড়িত। কেননা পুকুরের পাশাপাশি পুকুরের পানি মাছ চাষের জন্য অন্যতম উপাদান। পানির তাপমাত্রা যদি ঠিক না থাকে তাহলে মাছের উৎপাদন ব্যাহত হবে। অনেকেই মাছ চাষের পুকুরের পানির আয়রণের মাত্রা ঠিক আছে কিনা জানতে পারেন না কিংবা নির্ণয় করতে পারেন না। আসুন জেনে নেই মাছ চাষের পুকুরেরর পানিতে আয়রনের মাত্রা নির্ণয় করার সহজ পদ্ধতি-

আয়রনের মাত্রা নির্ণয় করার সহজ পদ্ধতি
আপনারা চাইলে বিনা খরচে আয়রন চেক করতে পারেন, সেক্ষত্রে-

ডিপমোটর থেকে কাঁচের গ্লাসে এক গ্লাস পানি নিন।
গ্লাসে নেয়া পানিতে কয়েকটি কচি পেয়ারার পাতা কচলিয়ে দিন।
কিছুক্ষণ পরে পাতা মিশানো গ্লাসটা লক্ষ্য করুন।
ভালভাবে খেয়াল করে দেখুন, পানির রং এর কোন পরিবর্তন হল কিনা?
গ্লাসের পানি যত বেশি বেগুনি কালার ধারণ করবে বুঝবেন পুকুরের পানিতে তত বেশি আয়র্নের উপস্থিতি আছে।
আর যদি দেখেন গ্লাসের পানি কোনরকম কালার ধারণ করেনি তাহলে বুঝবেন পানিতে আয়রন নেই।