প্রগতিশীল শিক্ষক ফোরাম-এর নতুন কার্যকরী কমিটি গঠন

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়

204

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ^াসী প্রগতিশীল শিক্ষক ফোরাম-এর ২০২৩-২০২৪ মেয়াদে নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ওয়ান হেল্থ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শারমীন চৌধুরী, সহসভাপতি হয়েছেন জেনেটিক্স ও এনিম্যাল ব্রিডিং বিভাগের প্রফেসর ড. আশুতোষ দাশ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেরিন বায়োরিসোর্স সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব আবরার শাকিল।

কমিটির অন্যরা হলেন-কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ মজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নিলুফা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক ডা. প্রণব পাল, প্রচার সম্পাদক ডা. তুলি দে, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাফিসা নাওয়ার তামজি। কার্যকরী সদস্যরা হলেন-প্রফেসর বিবেক চন্দ্র সূত্র ধর, প্রফেসর ড. ভজন চন্দ্র দাস, প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী, প্রফেসর ড. পংকজ চক্রবর্তী, ড. সুব্রত কুমার শীল, ড. ইন্দ্রজিত সাহা ও জনাব মো: ফাহাদ বিন কাদের।

উপদেষ্টাম-লীর সদস্যরা হলেন- উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান, সাবেক উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, প্রফেসর গৌতম কুমার দেবনাথ, প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান, প্রফেসর ড. হিমেল বড়–য়া।

প্রগতিশীল শিক্ষক ফোরাম-এর নবনির্বাচিত কমিটি আজ রবিবার দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর কমিটির সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং উপাচার্য মহোদয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।