ব্রয়লার মুরগির রোগ নিয়ন্ত্রণ করার কার্যকরি উপায়

42

ব্রয়লার পালনে রোগ নিয়ন্ত্রণ করে উৎপাদন বৃদ্ধির উপায় অনেক খামারিরাই জানেন না। ব্রয়লার মুরগি পালনে খামারে প্রয়ই রোগের আক্রমণ ঘটে থাকে। সঠিক সময়ে ব্রয়লার খামারের রোগ নিয়ন্ত্রণে আনতে না পালনে লোকসানের সম্ভাবনা থাকে। আসুন আজকে জানবো ব্রয়লার পালনে রোগ নিয়ন্ত্রণ করে উৎপাদন বৃদ্ধির উপায় সম্পর্কে-

ব্রয়লার পালনে রোগ নিয়ন্ত্রণ করে উৎপাদন বৃদ্ধির উপায়ঃ
১। ব্রয়লার মুরগির খামার করার ক্ষেত্রে লোকালয় বা রাস্তা থেকে কিছুটা দূরে খামার স্থাপন করতে হবে।

২। ব্রয়লার খামারের ব্যবহার্য জিনিসপত্র ডিমের ট্রে,খাদ্যের পাত্র, পানির পাত্র, ইত্যাদি জীবানুনাশক দিয়ে ধুয়ে খামারে প্রবেশ করাতে হবে।

৩। ব্রয়লার মুরগির খামারে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে। মুরগির খামারের প্রবেশপথে অবশ্যই জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে হবে। যাতে খামারের ভেতরে কোনভাবেই জীবাণু প্রবেশ করতে না পারে।

৪। ব্রয়লার মুরগি পালনের জন্য ভাল মানের বাচ্চা ও খাদ্য নির্ভরযোগ্য উৎস থেকে সংগ্রহ করতে হবে। দরকার হলে খাদ্য ভালোভাবে পরীক্ষা করে রুটিন অনুযায়ী খাদ্য প্রদান করতে হবে।

৫। খামারের প্রডাকশন এরিয়াতে কোন বহিরাগত প্রবেশ করতে পারবে না। প্রয়োজনে আলাদা পোশাক পরিধান করে জীবানু নাশক স্প্রে করে প্রবেশ করতে হবে।

৬। ব্রয়লার খামারে কোন মুরগি মারা গেলে গর্ত করে ২ মিটার মাটির নিচে পুতে রাখতে হবে। কোন অবস্থায় বাহিরে ফেলা যাবে না।