নেত্রকোণা: ধারণ ক্ষমতার বেশি মাছ ছাড়ার কারণে অক্সিজেন শূন্য হয়ে নেত্রকোণার কেন্দুয়ায় একটি পুকুরের ১৫ মণ মাছ মরে পানিতে ভেসে উঠেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
জেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে ওই গ্রামের এক মৎস্য চাষির পুকুরের ১৫ মণ ভিয়েতনামি কৈ মাছ এক সঙ্গে মরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুরটির পানি পরীক্ষা করে দেখা যায়, চার কাঠার পুকুরটিতে মাছ থাকার কথা সর্বোচ্চ ২০ হাজার, কিন্তু ওই চাষি সেখানে মাছ ছেড়েছেন দুই লাখ! যার কারণে পুকুরটির পানি অক্সিজেন শূন্য হয়ে সব মাছ মরে ভেসে উঠেছে।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন