অতিরিক্ত খাদ্যে মুরগীর পাত্র, যেসব সমস্যা হবে

451

অতিরিক্ত খাদ্যে যে বোঝাই না হয় আপনার মুরগী’র খাদ্যের পাত্র,
এতে যে সমস্যা হবে,

★মুরগী খাবার নষ্ট করবে,তারা খাবার ছিটিয়ে ফেলবে তুষে।

★মুরগী সেই ছিটানো খাবার অনেক সময় খুঁটে খায় তাতে রক্ত আমাশয় বা অন্যান্য জীবানু পাকস্থলীতে যাবে।

★তুষের গ্যাস এবং খাবার মিলিত হয়ে বিষাক্ত গ্যাসের সৃষ্টি করতে পারে।

★সর্বোপরি খাবারের পিছনে ব্যয় বাড়বে কিন্তু মুরগীর ওজন বাড়বে না।

★অতিরিক্ত সময়ে বাতাসের সংষ্পর্শে খাদ্যের গুনগত মান নষ্ট হবে।

ফার্মসএন্ডফার্মার/০২নভেম্বর২০২০