অতিরিক্ত গরমে পোল্ট্রি মুরগিকে যে ঔষধটি খাওয়াবেন

66

লেকট্রোমিন পাউডার
হাঁস-মুরগি গবাদি পশুর জন্য ভিটামিন মিশ্রিত একটি আদর্শ ইলেক্ট্রোলাইট এবং মিনারেল সাপ্লিমেন্ট

উপকারিতা:

✓শরীরে ফ্লুইড (তরল পদার্থ) এবং ইলেক্ট্রোলাইট (খনিজ লবণ) এর ভারসাম্য রক্ষা করে।

√মোরগ-মুরগির যেকোনো বয়সে ডায়রিয়া হলে শরীরে ইলেক্ট্রোলাইট ও মিনারেল এর ঘাটতি পূরণ করে

√শরীরের অম্ল-ক্ষারকের ভারসাম্য বজায় রাখে।

√ বাচ্চা পরিবহনের সময় শরীর থেকে যে সমস্ত তরলপদার্থ এবং ইলেক্ট্রোলাইট বের হয়ে যায় ইলেক্ট্রোমিন তা পূরণ করে।

√ খাদ্য বিপাকে সহায়তা করে এবং খাদ্য রূপান্তর হার উন্নত করে।

√ ক্ষুধামন্দা দুর্বলতা এবং অবসাদগ্রস্থতা দূর করে ।

√লেয়ার মুরগির ডিমের উৎপাদন বৃদ্ধি করে।

√ ওজন বৃদ্ধিতে সহায়তা করে।

গবাদি পশু:

√ডায়রিয়া বা অন্য কোনো কারণে শরীর থেকে বের হয়ে যাওয়া তরল পদার্থ ইলেক্ট্রোলাইট বা মিনারেল এর ঘাটতি পূরণ করে

√মাংসপেশির কার্যকারিতা ও স্নায়ুতন্ত্রের স্থিতাবস্থা নিশ্চিত করে।

√ রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধিতে সহায়তা করে।

√কৃমিনাশক, জীবাণুরোধী ঔষধ বা ভ্যাকসিনেশনের পর ব্যবহার করলে সুফল পাওয়া যায়।

মাত্রা ও সেবন বিধি:

পোল্ট্রি: 1 গ্রাম পাউডার 2 লিটার খাবার পানিতে মিশিয়ে চার থেকে পাঁচ দিন খাওয়াতে হবে অথবা 100 থেকে 200 গ্রাম পাউডার প্রতি 100 কেজি খাদ্যের সাথে মিশিয়ে চার থেকে পাঁচ দিন খাওয়াতে হবে।

গবাদি পশু:

1 গ্রাম পাউডার প্রতি 2 লিটার খাবার পানিতে মিশিয়ে অথবা 100 থেকে 200 গ্রাম পাউডার প্রতি 50 কেজি খাদ্যের সাথে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে।

বাছুর, ছাগল ,ভেড়া:

1 গ্রাম পাউডার প্রতি 1.5 লিটার খাবার পানিতে মিশিয়ে অথবা 100 গ্রাম পাউডার প্রতি 50 কেজি খাদ্যের সাথে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে।

সংরক্ষণ: আলো থেকে দূরে শুষ্ক ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন।