অতি বর্ষণে খুলনায় মৎস্য খাতে ব্যাপক ক্ষতি

417

jess-fishery-29239
সেখ হেদায়েতুল্লাহ, খুলনা থেকে: শ্রাবণের প্রথমভাগে শুরু হওয়া বৃষ্টিতে গত ছয়দিনে খুলনা জেলার নয় উপজেলায় হাজার হাজার মৎস্য ঘের, পুকুর ও দীঘি পানিতে ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘেরের অবকাঠামো। অনেক ঘের মালিক সর্বশান্ত হতে বসেছেন। অবিরাম বৃষ্টিতে মৎস্য সেক্টরে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, মৌসুমী বায়ূ সক্রিয় থাকায় গত বুধবার থেকে সারাদেশের ন্যায় খুলনাতেও অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। কখনও গুড়ি, গুড়ি, কখনও মাঝারি আবার কখনও ভারি বৃষ্টিপাত হচ্ছে। জেলার অধিকাংশ নদ- নদীর পানি বিপদ সীমার কয়েক ফুট উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার বিভিন্ন উপজেলার খাল নালা ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশিত হতে পারছে না।

বৃষ্টির পানি জমিতে আটকে থাকার কারণে এলাকার মৎস্য ঘের, পুকুর ও দিঘী বৃষ্টির পানিতে ভেসে গেছে। মৎস্য ঘেরের গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, পুর্ণ বয়স্ক মাছ ও মাছের পোনা ভেসে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে সাত হাজার মাছচাষি। ভেসে গেছে সাড়ে তিন হাজার হেক্টর (১ হেক্টর= ২.৪৭ হেক্টর) মাছের ঘের। ক্ষতি হয়েছে প্রায় ১০ কোটি টাকা। এই ক্ষতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

জেলার ডুমুরিয়া উপজেলার সাহস গ্রামের নারী মৎস্যচাষি রিতা রাণী চৌধূরি বলেন, বাড়ির পাশে এক একর জমিতে গলদা ও সাদা মাছের চাষ করেছিলাম। অতিবৃষ্টিতে ঘের তলিয়ে মাছ ভেসে গেছে। ঘেরের পাশ দিযে ভদ্রা নদী থাকলেও তা ভরাট হয়ে গেছে। বৃষ্টির পানি সরে যেতে পারছে না।

ভেলকামারি বিলের মাছচাষি মোস্তাফিজুর রহমান বলেন, বিলের মধ্য দিয়ে যে সকল খাল ছিল তা ভরাট হয়ে গেছে। ভরাট হওয়া খাল যে যার মত দখল করেছে। যে কারণে ঘের হতে বৃষ্টির পানি সরতে পারছে না। বৃষ্টির পানি সরতে না পারায় ঘেরের চিংড়ি, সাদা মাছ ও পোনা মাছ ভেসে গেছে। এতে ক্ষতি হযেছে প্রায় ২ লাখ টাকা।

দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পাল বলেন, এই উপজেলায় সাড়ে তিনশত ঘের অতিবৃষ্টিতে ভেসে গেছে। যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১ কোটি টাকা।

খুলনা জেলা মৎস্য জরিপ কর্মকর্তা বিধান চন্দ্র মণ্ডল বলেন, অতিবৃষ্টিতে খুলনার ৯ উপজেলায় পুকুর, দিঘি ও মৎস্য ঘের ভেসে গেছে ৭ হাজার ৩৩০টি। যার জমির পরিমাণ ৩ হাজার ৪৫৪ হেক্টর। ভেসে গেছে ৭৩২ টন বিভিন্ন প্রজাতির মাছ। যার ক্ষতির পরিমাণ ৫ কোটি ৯৫ লাখ। ভেসে গেছে বিভিন্ন প্রজাতির ৩৯ লাখ মাছের পোনা। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬১ লাখ টাকা। মৎস্য ঘের, পুকুর ও দিঘির অবকাঠামোগত ক্ষতি হয়েছে আনুমানিক ২ কোটি ২০ লাখ টাকা।

তিনি বলেন, সবমিলিয়ে খুলনায় অতিবৃষ্টিতে মৎস্য খাতে ক্ষতি হয়েছে ৯ কোটি ৭৬ লাখ টাকা।

তবে বৃষ্টির এই অবস্থা চলতে থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

খাকি ক্যাম্পবেল হাঁস পালন খুবই লাভজনক

দেশি ট্যাংরা মাছের কৃত্রিম প্রজনন ও চাষের কৌশল উদ্ভাবন

এক লেবুর ওজন ৩ কেজি!

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম