অত্যাধুনিক ওয়্যার হাউস তৈরি করলো ‘সিগমা বাংলাদেশ’

381

[metaslider id=”14567″]

সিগমা বাংলাদেশ লিমিটেড নরসিংদী জেলায় তৈরি করলো অত্যাধুনিক ওয়্যার হাউস। এ ওয়্যার হাউসের উদ্বোধন উপলক্ষে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার ( ১ মে) জেলার সাহে প্রতাপে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সিগমা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হুসাইন বলেন, আমাদের আমদানিকৃত পণ্যের গুণগত মান অক্ষুন্ন রাখতে এই ওয়্যার হাউসটি স্থাপন করেছি। যেখানে আমরা সারা বছর ৩০ ডিগ্রি তাপমাত্রা নিশ্চিত করতে পারবো। প্রায় ১১ হাজার ৫০০ স্কয়ারফিট ওয়্যার হাউসটির ৪ হাজার ৬০০ স্কয়ারফিট শীতাতপ নিয়ন্ত্রিত। আর এখানে একসাথে প্রায় ৪৫০ টন পণ্য মজুত রাখা যাবে।

তিনি আরো বলেন, পোল্ট্রি সেক্টরের ভালো পণ্য দেওয়ার জন্য সিগমা বাংলাদেশ ভারতের বিখ্যাত কোম্পানি কেমিন নিউট্রিশনাল টেকনোলজি পণ্য বাজারজাত করে আসছে।

উক্ত দোয়া মাহফিলে কেমিনের প্রতিনিধি, পোল্ট্রি সেক্টরের গুনীজন, সাংবাদিক এবং শুভাকাঙ্ক্ষিসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এর পর মধ্যাহ্ন ভোজের আয়োজন শেষে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ শফিকুল / মোমিন