অল্প মূলধনে গরুর খামার গড়ার কৌশল

985

এই গল্পটা তাদের জন্য যারা হতে চান নতুন গরু খামারী ,যাদের মূলধন লাখের নিচে ,যারা নিজেই খামারে কাজ করবেন এবং যার খামার করার গল্প শুনতে শুনতে এখন সিদ্ধান্ত নিতে পারছেন না কি করে করবেন। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক-

গরু খামার কে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। সহজ ভাষায়

১। মোটাতাজা করন
২। দুধ উৎপাদন

সিদ্ধান্ত ফাইনাল দুধ উৎপাদন খামার করব পুঁজি আমার ৬ লাখ।গরুর ঘর কি ভাবে করব ৬ লাখ যদি পুজি হয়?

তাহলে প্রথমে আপনি গরুর ঘর তৈরী করতে ১ লাখের বেশী খরচ করা যাবে না , ১ লাখ টাকা দিয়ে দিয়ে ঘর করতে হবে যে দিন ঘর তৈরী কাজ শুরু করলেন সে দিনেই ১ বিঘা জমিতে ঘাসের কাটিং লাগিয়ে দিন।

আর আপনি আপনার এলাকার খামার গুলো ঘুরে দেখেন ,প্রয়োজনে কোন একটি খামারে প্রতিদিন ৪-৫ ঘন্টা কাজ করেন তাহলে সবকিছু শিখতে পারবেন ,এবাবে ঘর তৈরীএবং কাজ শিখতে চলে গেল এক থেকে দের মাস এখন আসেন গরু কিনতে হবে বাজারে যাবেন আর গরু কিনে নিয়ে আসবেন না গরু কিনা এত সহজ না ভাই ,আমরা বলি দালাল ছাড়া গরু কিনতে আসলে মেডিয়া ছাড়া গরু কিনা খুব কঠিন।

কেমন গরু কিনবঃ আমি বা আমার মত কোন খামারী খুব ভালো মানের গরু আপনার কাছে বিক্রয় করব না সহজে এটা জেনেও কিনতে হবে মোটার মুটি যেন ভাল হয় (কিনবেন খামার থেকে ) তবে দু এক জন ভালো মানের গরুও পেতে পারেন।

যাই হউক ১০-১৫ কেজি দুধের গরু কিনবেন ১ টা (যদি এটার উপর সংসার খরচ চলাতে হয় তাহলে কিনতে হবে দুইটা )সাথে কিনতে পারেন সোনার হরিন 1থেকে দুইটা বকনা বাছুর ,আর হে যে গরু গুলো কিনবেন সেগুলো হতে হতে হবে ফ্রিজিয়ান বা জার্সি জাতের।

এগুলো কিনার পর আপনার কাছে কিছু টাকার থেকে যাবে। এখন আপনি হয়ে গেলন এক জন খামারী ,৫ থেকে ৬ মাস পর আপনি আপনার হাতে থাকা টাকা দিয়ে আরও একটি গাভী কিনবেন। এভাবে আপনি গাভী কিনলে আপনার খামারে একটা সুন্দর দুধের সার্কেল হয়ে যাবে।

এখন আপনার খামারের বয়স ৮ মাস হয়ে তখন প্রথম যে গাভী কিনছিলেন সে গুলোর দুধ প্রায় শেষ তখন আরও একটি গাভী কিনতে হবে।এভাবে আপনি এক বছর পার করলেন।এত দিনে আপনি বুঝে গেছেন কখন কি করতে হবে। এবার আমার গল্প শেষ। বাকি গল্পটা আপনি তৈরী করবেন। কখন কি করতে হবে তা আপনার মেধা এবং কাজের উপর নির্ভর করবে।

নোটঃ

(ক) আপনি এমন ভাবে গাভী রাখবেন যাতে সারা বছর আপনার খামরে দুধ থাকে।
(খ) খামারে লাখ লাখ টাকা লাভ না যে খামার করলাম আর ধনী হয়ে গেলাম এখানে পরিশ্রম অনেক লাভ খুব সীমিত
(গ) খামার করে সাথে সাথে মজা পাবেন না, মজা পাবেন ২৪ মাস পর।

(ঘ) আপনাকে ঘাসের উপর নির্ভর করতে হবে দানাদারের উপর নয়।
(ঙ)পরিশ্রম করতে গাঁধার মত।
(চ) খামারের খরচ সীমিত রাখতে হবে।

তথ্যসূত্রঃ আস্থা ডেইরী

ফার্মসএন্ডফার্মার/১৭জুলাই২০