অস্ট্রেলিয়ার সিডনিতে বাকৃবি এলামনাই এসোসিয়েশন গঠিত

505

600001

নাইম আবদুল্লাহ, সিডনি (অস্ট্রেলিয়া) প্রতিনিধি: গত ২৭ জুলাই (শুক্রবার) বিকেলে কুইন স্ট্রিট জরজেফ ক্যাফে, কেম্বেলটাউনে সিডনির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা এক সভার আয়োজন করে।

সভাটি পরিচালনা করেন ড. এখলাস উদ্দিন আহমেদ বাবু । উপস্থিত সাবেক গ্রাজুয়েটরা অস্ট্রেলিয়াতে ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন গঠনের প্রয়োজনীয়তা পুঙ্খানুপুঙ্খরূপে তুলে ধরে বক্তব্য রাখেন।

বক্তব্য চলাকালীন সময় করতালিতে হলরুম শীতের সন্ধ্যায় মুখরিত হয় এবং আনন্দ উদ্দীপনায় ভরে উঠে।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এলামনাই এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে।

এসোসিয়েশনের কার্যাবলী, গঠনতন্ত্র প্রণয়নসহ সাধারণ কার্যাবলী পরিচালনার জন্য কৃষিবিদ আজমল হোসেনকে কমিটির প্রেসিডেন্ট এবং কৃষিবিদ মোহাম্মদ জাকির হোসেন জীবনকে জেনারেল সেক্রেটারি ঘোষণা করে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এলামনাই এসোসিয়েশনের কার্যাবলীর মধ্যে যেমন রয়েছে-অস্ট্রেলিয়াতে বসবাসকারী বাকৃবি গ্র্যাজুয়েটদের এক বৃন্তে বাঁধা, তেমনি প্রবাসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উন্নততর করার মহাপরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ, বিভিন্ন দিবস উদযাপন এবং সামাজিক কালচারাল অনুষ্ঠানের আয়োজন করা।

600002

কার্যকরী পরিষদের (২০১৮-২০২০) সদস্যরা হলেন-

আজমল হোসেন, সভাপতি ড. সুলতানা পারভীন বিউটি, সহ-সভাপতি, মোহাম্মদ জাকির হোসেন জীবন, সাধারণ সম্পাদক, নুরুন জামান সুস্মিতা, সহসাধারণ সম্পাদক ড. সেলিনা আহমেদ পাপড়ী, কোষাধ্যক্ষ, ড. মোহাম্মদ আসাদুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক, ড. আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক, ড. মলয় বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক, কিশোয়ার সুলতানা সোনিয়া, সহসাংস্কৃতিক সম্পাদক, ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, খেলাধুলা বিষয়ক সম্পাদক।

সদস্য হলেন- এবিএম শামসুজ্জামান পান্না, প্রদীপ সাহা মোহাম্মদ আয়নুল হক, বিশ্বজিৎ রায়, ড. ফরহাদ খান, সামিনা রোশনী খান, ড. এখলাস উদ্দিন আহমেদ বাবু, ড. নিলুফা সুলতানা নিলু, ড. রুমানা রহমান, ড. মোজাফফর হোসেন মির্জা, ড. ইয়াসমিন আক্তার।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন