অ্যাপ দিয়ে কেনা হবে ধান, জেনে নিন কিভাবে

1160

চলতি মৌসুমে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে, যা আগামী ২০ নভেম্বর পর্যন্ত তা চলবে।
খাদ্য অধিদপ্তর ‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে ধান বিক্রি প্রক্রিয়া –
১। ধান বিক্রিতে ইচ্ছুক কৃষককে ফোনে ‘কৃষকের অ্যাপ’ নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে।
২। কৃষকের যদি স্মার্টফোন না থাকে সেক্ষেত্রে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে গিয়ে এ সেবা নিতে পারবেন তিনি।

৩। মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।
৪। ধানের নাম, জমির পরিমাণ, কী পরিমাণ ধান বিক্রি করতে চান- এসব তথ্য জানিয়ে অ্যাপের মাধ্যমে ধান বিক্রির আবেদন করতে হবে কৃষককে।

৫। এরপর কৃষককে নিবন্ধন, বরাদ্দের আদেশ ও দাম পরিশোধের সনদসহ তথ্য এবং ধান বিক্রির জন্য কবে কোন গুদামে যেতে হবে তা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ফার্মসএন্ডফার্মার/০২নভেম্বর ২০