এভোন এ্যানিমেল হেলথ এর জমাকালো ‘পণ্য পরিচিতি অনুষ্ঠান’

620

 

DSCN5887

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় product launching ceremony (পণ্য পরিচিতি অনুষ্ঠান) শিরোনামে Avon Animal Health একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে।

এভোন এ্যানিমেল হেলথ দেশে অত্যন্ত সুনামের সঙ্গে পোল্ট্রিসহ পশুস্বাস্থ্য ও পুষ্টিপণ্য বাজারজাত করে আসছে। সম্পতি প্রতিষ্ঠানটি বিখ্যাত কোরিয়ান কোম্পানির জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ পোল্ট্রি স্বাস্থ্য ও পুষ্টি পণ্য বাংলাদেশ বাজারজাত শুরু করেছে।

এভোন এ্যানিমেল হেলথ এর প্রধান বিক্রয় কর্মকর্তা জিয়াউর রহমানের সঞ্চালনায় পণ্য পরিচিতি অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এর পর এভোন এ্যানিমেল হেলথ এর প্রধান নির্বাহী একেএম সাঈদ সারোয়ার লিটু শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান।

DSCN5893

 

তিনি বলেন, এভোন এ্যানিমেল হেলথ ২০০৫ সালে যাত্রা শুরুর সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশে পোল্ট্রি শিল্পের জন্য প্রয়োজনীয় মানসম্পন্ন পণ্য বাজার করে আসছে। এরই ধারাবাহিকতায় এভোন এ্যানিমেল হেলথ দক্ষিণ কোরিয়ার বিখ্যাত হেন ডংগ কোম্পানির সিপ্রোসিন ২০০ সল (সিপ্রোফ্লক্রাসিন ২০%), ফ্লোট্রিল ২০০ সল (এনরোফ্লক্রাসিন ২০%), সেনটিলো সলিউশন ২০০ (টিলমাইকোসিন ফসফেস ২০%), ফ্লোশট সল ২০ (ফ্লোরফেনিকল ২০%) বাংলাদেশে বাজারজাত করার পরিকল্পনা করে। অতঃপর দীর্ঘদিন স্থানীয় বেশ কিছু ফার্মে ট্রায়াল দিয়ে প্রাপ্ত ফলাফলে সন্তোষ্ট হয়ে আমরা বাজারজাত শুরু করি।

পণ্য পরিচিতি অনুষ্ঠানে হেন ডংগ কোম্পানির Managing Director –IN TAE YI  প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাপূর্ব ইতিকথা, উৎপাদন ও মান নিয়ন্ত্রণ এবং সবিশেষ তাদের উৎপাদিত পণ্যর জনপ্রিয়তা বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানে HAN DONG CO. LTD. এর  Director JAE SOO JEON ওভারহেড প্রজেক্টর দিয়ে স্লাইড প্রদর্শনপূর্বক তাদের কোম্পানির উৎপাদিত পোল্ট্রি স্বাস্থ্য ও পুষ্টিপণ্য সম্পর্কে বিশদ আলোচনা করেন।

DSCN5886

হেন ডংগ কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা তাদের উৎপাদিত পণ্যের গুণগত উৎকর্ষতা ও কার্যকারিতা বর্ণনা দেয়ার পাশাপাশি পণ্য পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত সকলকে তাদের প্রোডাক্ট ব্যহারের পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক পোল্ট্রি খামারী, ডিলারদের পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পোল্ট্রি বিশেষজ্ঞ, চিকিৎসক, কনাসালটেন্ট, হ্যাচারি ও ব্রিডিং ফার্মের পদস্থ কর্মকর্তা, ফিডমিলের নির্বাহী কর্মকর্তা এবং প্রিটিং মিডিয়ার সম্পাদকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এভোন এ্যানিমেল এর পক্ষ থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব হাসান ধন্যবাদসূচক বক্তব্য দেন। আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে র‌্যাফেল ড্র-এর মাধ্যমে ১৪ জনকে মূল্যবান উপহার সামগ্রী প্রদান করা হয়।

উল্লেখ্য, হেন ডংগ কোম্পানি লি. ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কোরিয়ান ভেটেরিনারি কোম্পানি যা ১৯৯৬ সালে কোরিয়ান ভেটেরিনারি ‍গুড মেনুফ্যাকচারিং প্রাকটিস (KVGMP) এবং ২০১৩ সালে ইউরোপ ইউনিয়ন গুড মেনুফ্যাকচারিং প্রাকটিস (EU-GMP) সনদ পায়।

হেন ডংগ কোম্পানি লি. প্রতিষ্ঠার পর থেকেই কোরিয়ায় এবং বহির্বিশ্বের বিভিন্ন দেশে সুনাম ও বিশ্বাসের সাথে পোল্ট্রির জন্য প্রয়োজনীয় ও কার্যকর পণ্য বাজারজাত করে আসছে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম