অ্যালোভেরা জেলে হ্যান্ড স্যানিটাইজার জেল তৈরি

480

90676855_1407968772709427_408563312402366464_n
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে হ্যান্ড স্যানিটাইজারের সঙ্কট তৈরি হয়। অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেয়ে মূল্যবান এই জিনিসটির দাম বাড়িয়ে দেন। যদিও এর বিকল্প অনেক কিছু ব্যবহার করে হাত জীবাণুমুক্ত করা যায়, কিন্তু জনমনে বিষয়টি নিয়ে আতঙ্ক কমেনি। চলুন জেনে নিই বাড়িতেই কীভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা যায়। তৈরি হ্যান্ড স্যানিটাইজারগুলো শুষ্ক এবং ঠাণ্ডা জায়গায় রাখলে বছর দুয়েক কার্যকর থাকবে।

হ্যান্ড স্যানিটাইজার জেল তৈরির পদ্ধতি।

উপকরণ:

ক) আইসোপ্রোপাইল অ্যালকোহল (স্যানিটাইজারের মিশ্রণটিতে কমপক্ষে ৬০ শতাংশ অ্যালকোহল থাকতে হবে, বেশি অ্যালকোহল ব্যবহার করাও ক্ষতিকর)

খ) অ্যালোভেরা জেল

গ) ভিটামিন E ক্যাপসুল

পদ্ধতি

প্রথমে অ্যালোভেরা জেলে ব্লেন্ড করে নিন। তারপর ৩ ভাগ আইসোপ্রোপাইল অ্যালকোহল, ১ ভাগ অ্যালোভেরা জেলে মিশ্রিত করুন। খ) তাতে কয়েটি ভিটামিন E ক্যাপসুল দিন। গ) ভালোভাবে উপাদানগুলো মিশিয়ে বোতলে ভরে ব্যবহার করুন।

ফার্মসএন্ডফার্মার/২৭মার্চ২০