পঞ্চগড়: জেলায় আউশ ধান চাষে দিন দিন কৃষকদের আগ্রহ বেড়েছে। জমি ফেলে না রেখে কৃষকরা এখন আউশ ধান চাষে আগ্রহী হয়ে উঠছে। জেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ৮০ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে।
সর্দারপাড়া গ্রামের আউশ চাষি আলম বলেন, আমার ৫০ শতক জমিতে গম আবাদ হতো। এবার কৃষি বিভাগের উৎসাহে আউশ ধানের আবাদ করেছি। একই কথা বলেন চন্দনবাড়ি গ্রামের কৃষক আজাদ। তিনিও ৫০ শতক জমিতে এবার প্রথম আউশ ধান লাগিয়েছেন।
জেলা কৃষি অফিস ও কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, আউশ ধানের আবাদ করে আবার আমন ধান লাগানো যায়। আউশ ধান রোপণের ৭০ দিনের মধ্যে কাটা ও মাড়াই করা যায়। কৃষি বিভাগ আবাদি জমি ফেলে না রেখে আউশ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছেন বলেন অনেক কৃষক এ প্রতিনিধিকে জানান। এদিকে সরকার আউশ চাষে প্রণোদনা হিসেবে একজন কৃষককে বিঘাপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি এবং ২০ কেজি ইউরিয়া সার এবং ৫শ টাকা দিয়েছেন।
- ২০১৮-১৯ অর্থবছরে কৃষি ও পল্লী উন্নয়ন খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ
- কৃষি খাতে বরাদ্দ বেড়েছে সাড়ে ৩ হাজার কোটি টাকা
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন