আকৃতির দিক থেকে এটিই কি পৃথিবীর সবচেয়ে বড় গরু?

1097

বিরাট-গরু

আমরা সাধারণত যেসব গরু দেখি তার উচ্চতা সম্পর্কে জানি। হয়তো একটু বড় সাইজ হয় । কিন্তু তাই বলে এত বড় গরু! সত্যি না দেখলে বিশ্বাসযোগ্য মনে হবে না। গরুটির উচ্চতা কত জানেন? পশ্চিম অস্ট্রেলিয়ার নিকার্স নামে এই বলদটির উচ্চতা ১ দশমিক ৯৪ মিটার – বা ৬ ফিট ৪ ইঞ্চি।

এতই বিশাল তার আকৃতি যে তাকে বিক্রির জন্য নিলামে তোলার পর মাংস ব্যবসায়ীরা বলেন, নিকার্সকে তারা নেবেন না – কারণ জবাইখানার ভেতরে তাকে ঢোকানো সম্ভব নয়।

তাই এখনো বেঁচে আছে নিকার্স – তাকে জবাই করা হয়নি। ফলে পার্থের ৮৫ মাইল দক্ষিণে মিয়ালুপের লেক প্রেসটন খামারে নিকার্স তার বাকি জীবন কাটাবে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন