আগামীকাল (২৯ এপ্রিল) পালিত হবে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৭

286

ফার্মস এ্যান্ড ফার্মার ২৪.কম ডেস্ক: প্রাণিসম্পদ অধিদপ্তর ও দি ভেট এক্সিকিউটিভ যৌথ আয়োজনে আগামী ২৯ এপ্রিল বিশ্ব ভেটেরিনারি দিবস২০১৭ পালিত হতে যাচ্ছে। ‘Antimicrobial Resistance-From Awareness To Action’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মোহাম্মদ ছায়েদুল হক এমপি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মি. নারায়ণ চন্দ্র চন্দ এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ’র সাবেক সভাপতি কৃষিবিদ  আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. মাকসুদুল হাসান খান। বিশ্ব ভেটেরিনারি এ দিবসে সায়েন্টিফিক সেশনে থাকবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপনা ও বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের (বিভিএসএফ) অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সারাদেশ থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন সেক্টরের প্রায় ১ হাজার ৫ শ’ ভেটেরিনারিয়ান উপস্থিত থেকে এ অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করবেন বলে  আশাবাদ ব্যক্ত করছেন বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন কমিটি’র সদস্য সচিব ও দি ভেট এক্সিকিউটিভের সভাপতি ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা।