আজ বিশ্ব মুরগি দিবস

526

অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব মুরগি দিবস বা ওয়ার্ল্ড চিকেন ডে। সে হিসেবে বাংলাদেশেও আজ পালিত হচ্ছে দিবসটি।

পৃথিবীতে অনেক দিবসের প্রচলন আছে। তবে মুরগি দিবস বা চিকেন ডে কবে থেকে উদযাপিত হচ্ছে সে সংক্রান্ত কোনও তথ্য গুগলে পাওয়া যায়নি।

মূলত প্রতিবছরের অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার চিকেন ডে বা মুরগি দিবস পালন করা হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে দিবসটিকে কেন্দ্র করে মুরগির মাংসের বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার এবং রান্না করে খাওয়া হয়।

ফার্মসএন্ডফার্মার/০৮অক্টোবর২০