আমাদের দেশে গরু পালন একটি লাভজনক পেশা। গরু পালন করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। গরু পালনে লাভবান হতে চাইলে সঠিক উপায়ে গরু পালন করতে জানা জরুরী। এ ক্ষেত্রে আদর্শ গরু পালনকারীর গুণাগুণ সম্পর্কে জানতে হয়। আসুন জেনে নেই আদর্শ গরু পালনকারী হতে করণীয় সম্পর্কে-
একজন আদর্শ গরু পালনকারী হতে করণীয়:
১। গরু খামারে উঠানোর আগেই খামার ভাল করে জীবানুমুক্ত করতে হবে।
২। খামারের জন্য ভাল ও উন্নত জাতের গরু সংগ্রহ করতে হবে।
৩। গরুর খামারের জন্য ভাল মানের খাবার মজুদ রাখতে হবে।
৪। গরুর খামারের চারপাশের পরিবেশের দিকে খেয়াল রাখতে হবে। এলাকাতে কোন রোগের পাদুর্ভাব দেখা দিলে তা থেকে খামারের গরুগুলোকে রক্ষা করতে হবে।
৫। খামারে কোন রোগ দেখা দিলে সঠিক ভাবে রোগ নির্ণয় করতে হবে এবং সঠিক চিকিৎসা দিয়ে খামারকে দ্রুত রোগমুক্ত করতে হবে।
৬। গরুর খামারে লাভবান হতে চাইলে খামার ব্যবস্থাপনা মেনে চলতে হবে। খামার ব্যবস্থাপনার উপর খামারে লাভবান হওয়া অনেকাংশে নির্ভর করে।
৭। খামারে গরুর জন্য প্রয়োজনীয় খাবার ও ওষুধ রাখতে হবে। যথাসময়ে খাবার ও ওষুধ খাওয়াতে হবে।
ফার্মসএন্ডফার্মার/১৮জানু২০২০