আন্তর্জাতিক পোল্ট্রি দিবসের সিম্পোজিয়াম আপাতত স্থগিত

359

ঢাকায়-পোল্ট্রি-ফেস্ট-২১

সারাবিশ্বে ছড়িয়ে পড়া ‘কোভিড-১৯’ ভাইরাসের সংক্রমণ বিষয়ক সতর্কতা এবং জনস্বার্থের কথা বিবেচনায় নিয়ে আগামী ১৯ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য “পোল্ট্রি সিম্পোজিয়াম” আপাতত স্থগিত ঘোষণা করেছে আয়োজক সংস্থা ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন- বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি)।

আজ ওয়াপসা-বিবি’র নির্বাহী পর্ষদের এক সভায় এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে সুবিধাজনক সময়ে পরবর্তী তারিখ ঘোষণা করা হবে বলে- এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত: উল্লেখ্য যে মুজিব বর্ষকে সামনে রেখে প্রথমবারের মত বাংলাদেশে “আন্তর্জাতিক পোল্ট্রি দিবস” উদযাপনের আয়োজন করে ওয়াপসা-বিবি। যার অংশ হিসেবে ১৯ মার্চ হোটেল রিজেন্সি’তে পোল্ট্রি বিষয়ক সিম্পোজিয়াম এবং ২১ মার্চ রাজধানীর বনানী মাঠে “পোল্ট্রি ফেস্ট” -এর আয়োজন করা হয়। গত ৯ মার্চ স্থগিত করা হয় “পোল্ট্রি ফেস্ট” আর আজ স্থগিত করা হলো পোল্ট্রি সিম্পোজিয়াম।

ফার্মসএন্ডফার্মার/১৫মার্চ২০