আফতাব বহুমুখী ফার্মস-এর সেলস চ্যানেল পার্টনার মিট২০১৮ অনুষ্ঠিত

872

DSCN6736-(1)001

‘নতুন আলোয় আগামী’ স্লোগানে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল ৪ (নবরাত্রী) আফতাব বহুমুখী ফার্মস লিমিটেডের সেলস চ্যানেল পার্টনার মিট অনুষ্ঠিত হয়।

ইসলাম গ্রুপের-গ্রুপ ডেপুটি চেয়ারম্যান এলদেম বি কবির, ম্যানেজিং ডিরেক্টর আবু লুৎফে ফজলে রহিম খাঁনসহ অন্যান্য পরিচালকরা, ঊর্ধ্বর্তন কর্মকর্তা-কর্মচারি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সম্মানিত ডিলার/পার্টনাররা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সকাল ৮টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে দিনব্যাপী অনুষ্ঠানের।

আফতাব বহুমুখী ফার্মস লিমিটেডের ডিরেক্টর, সেলস্-জি.এইচ.এন এরশাদ ব্যাপক উৎসাহ উদ্দীপণার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এর পর আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড সারাদেশে বাজারজাতকরণের লক্ষ্যে ম্যাজিক ফিড ও সফল ফিড নামে নতুন দুটি পণ্যের মোড়ক উম্মোচন করেন। যা খামারিদের আরও সফলতার দিকে নিয়ে যাবে।

আফতাব বহুমুখী ফার্মস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবু লুৎফে ফজলে রহিম খাঁন তার বক্তব্যে আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড দুই যুগের ও বেশি সময় অতিক্রম করে দেশের পোল্ট্রি, মৎস্য ও ডেইরি সেক্টরে যে অবস্থানে এসেছে তার পেছনে মূল সাহস ও প্রেরণা যুগিয়েছেন সম্মনিত পরিবেশক ও তৃণমূল পর্যায়ের খামারী ভাইয়েরা।

DSCN6731003

তিনি দূর-দুরান্ত থেকে সকলকে তাদের মহামূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানকে যে মিলন মেলায় পরিণত করেছেন তার জন্য সকল সম্মানিত ডিলার এবং আমন্ত্রিত অতিথীদের আন্তরিক অভিনন্দন জানান।

সম্মানিত ডিলারদের মধ্যে থেকে সংক্ষিপ্ত বক্তব্যে হোসেন অ্যান্ড ব্রাদার্স-এর প্রতিষ্ঠাতা আলহআজ তাসাদ্দেক হোসেন বলেন, দেখতে দেখতে আফতাব বহুমুখী ফার্মস লিমিটেডের সঙ্গে আমি আমার দু’টি যুগ অতিক্রম করেছি।

তিনি আরো বলেন, আফতাব বহুমুখী ফার্মস আমাদের যে সার্ভিস দিয়ে এসেছে বিশেষ করে খাবার ও বাচ্চার গুণগত মানের ক্ষেত্রে, তারা যে আপোষহীন এই ধারাবাহিকতা বজায় রাখবে সেই আশাবাদ ব্যাক্ত করেন।

সারা দেশজুড়ে যেসব ডিলাররা পোল্ট্রি ফিড, ফিশ ফিড, ক্যাটেল ফিড এবং সিড বিক্রয়ে শীর্ষস্থান অর্জন করেছেন, তাদের বিভিন্ন ধরনের পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়।

DSCN6710002

পুরস্কার এর মধ্যে ছিল- টয়োটা এক্সিও ফিল্ডার, পিকআর, স্বর্ণালংকার, মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, মাইক্রোওভেন ইত্যাদি মোট ৭৪টি পুরস্তার প্রদার করা হয়। এছাড়াও ডিলার/পার্টনারদের জন্য বিদেশ ভ্রমণের ব্যবস্থা করা হয়।

দিনব্যাপী এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কুমার বিশ্বজিৎ, নকুল কুমার বিশ্বাস, কোনাল। গেইম শো, র‌্যাফেল ড্র এবং আলো ঝলমলে লেজার শো নজর কেড়েছিল উপস্থিত দর্শক শ্রোতাদের। ডিলার/পার্টনারদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধির এই ইভেন্টের স্লোগান “নতুন আলোয় আগামী” এর ওপর ভিওি করে আয়োজিত প্রতিটি আয়োজন ডিলার/পার্টনারদের একসাথে এগিয়ে যাওয়ার প্রেরণা যুগিয়েছে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন