আবেগের বশে খামার নয় বাস্তবতা ভেবে সামনের দিকে অগ্রসর হন

371

খামার করে কোটিপতি হতে গিয়ে চোখের পানি যেনো না ঝরে….তাই একটু জানার চেষ্টা করুন।
কাউকে ভয় দেখাচ্ছি না শুধু বাস্তবতাটা আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি চাই যারা নতুন উদ্যোগক্তা তারা একটু জেনে শুনে বুঝে খামার শুরু করুক তবেই কষ্টটা হয়তো লাঘব হবে

জানুন ও বোঝার চেষ্টা করুন
আপনার যদি খামার করার মতো নিজস্ব জমি থাকে তো শুরু করুন।
পরিবারের নিজ্বস লোক (মা,বাবা,ভাই,বোন বা জানা মতো সু সম্পর্কের আত্মীয়) থাকলে শুরু করতে পারেন।
ঘাস চাষ করার মতো বা নিজস্ব জমি এবং পর্যাপ্ত শুকনো খড় যদি আপনার নিজের ব্যবস্থা করার থাকলে শুরু করুন।
আপনার এলাকায় দুধের বাজার খারাপ হলে বিকল্প পন্ধতি খুঁজে বের করুন। কারণ দুধের দাম সর্বনিম্ন 50 টাকা লিটার না হলে দুগ্ধ খামার

থেকে বিরত থাকুন
গো খাদ্য সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা খামারের জন্য জরুরি।
কারেন্ট না থাকলে খামার বড় পরিসরে করার পদক্ষেপ নিবেন না।
নিজের পুঁজি না থাকলে ব্যাংক থেকে মোটা অঙ্গের লোন নিয়ে শুরু করবেন না।
শেয়ারে খামার করলে বুঝে শুনে করবেন।

নিজে খামারের বিষয়ে কিছু না জেনেই শুরু করবেন না।
খামার করার শুরুতেই লক্ষ লক্ষ টাকা ইনবেস্ট করবেন না।
শুরুতেই বেশি গাভী বা বকনা নিয়ে শুরু করবেন না।

গরু কিনার সময় বুঝে শুনে গরু কিনবেন এবং ভালো মানের গাভী বা বকনা দিয়ে শুরু করবেন।
দালাল ও প্রতারক থেকে সাবধান নয়তো খামার করার আগেই স্বপ্ন ঝড়ে যাবে।
কারো কথার উপর নিভ’র করে খামার শুরু করবেন না।

কারো সফলতার গল্প শুনেই খামার শুরু করবেন না আগে বাস্তবতা টা জানার চেষ্টা করুন।
খামার করার আগে যারা আসলেই খামারের সাথে জড়িত আছেন এমন ৪/৫ জনের সাথে দেখা করুন এবং বাস্তবের জেনে নিন তারা খামার করে কতটুকু উপকৃত

রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন থাকলে খামার করবেন না।
৪/৫ টা গরু রাখার জন্য রাখাল বা কম’চারী রাখবেন না তাহলে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাবে আর ব্যয় বেশি হলেই খামারের জন্য ঝুঁকি।
কষ্ট ও ধৈর্যশীল না হলে খামার করা মুশকিল।
কারণ খামার সেক্টরে ধৈর্যশীল ব্যক্তি প্রয়োজন।
ট্রেনিং করে শুরুটা করলে ভালো হয়।
শুরুতে ছোট পরিসরে শুরু করবেন।

আরো তথ্য পেতে প্রাণী সম্পদ হাসপাতালে যোগাযোগ করুন। এখানে আমি আমার ব্যক্তিগত মতামত পোষণ করলাম

সুতরাং খামার করার আগে উপরোক্ত বিষয়গুলো যদি জেনে এবং বুঝে শুরু করেন আশা করি পিছলে বা ছিটকে পড়বেন না ইনশাআল্লাহ।

ফার্মসএন্ডফার্মার/ ১৪ নভেম্বর ২০২১