আমিষের ঘাটতি পূরণে মাছ চাষে ‘খাঁচা প্রকল্প’

398

মাছ-চাষ

কুষ্টিয়া থেকে: কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে শুরু হয়েছে নেট দিয়ে মাছ চাষ। এ লক্ষ্যে গড়ে তোলা হয়েছে ১০টি খাঁচা প্রকল্প। আমিষ জাতীয় খাদ্যের অভাব পূরণেই এ মাছ চাষের উদ্যোগ নেয়া হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার শহিদুর রহমান জানান, প্রাথমিক অবস্থায় তেলাপিয়ার ছোট রেণু পোনার মাধ্যমে মাছ চাষের বিভিন্ন প্রক্রিয়া দেখানো হয়েছে। সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ২০ জন মৎস্যচাষিকে এ প্রকল্পের আওতায় সম্পৃক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘‘মূলত মিঠাপানির মাছের প্রাদুর্ভাব দেখা দেয়ায় নদীতে খাঁচার মাধ্যমে মিঠাপানির মাছ চাষ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় একদিকে যেমন খাদ্যে আমিষের অপূর্ণতা কাটবে, অপরদিকে স্থানীয় মৎস্যচাষিদের কর্মসংস্থানেরও একটি সুযোগ তৈরি হবে।’’

ভবিষ্যতে এ ধরণের প্রকল্প শুষ্ক মৌসুমে মাছের অভাব পূরণে ভূমিকা রাখতে সমর্থ হবে। তাই খাঁচায় মৎস্য চাষে উদ্বুদ্ধ করতেই এ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। সূত্র: জেএন।

Rafid

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এমএস