আমের গুটি ঝরা রোধ ও ভাল ফলন পাওয়ার উপায়

452

আমের ভাল ফলন পাওয়ার প্রধান অন্তরায় হলো আমের গুটি ঝরা। আমের গুটি ঝরা রোধ করতে, আম মটর দানাকৃতি অবস্থায় ইউরিয়া প্রতি লিটার পানিতে ২০ গ্রাম হারে খুব ভালভাবে মিশিয়ে স্প্রে করলে ফল ঝরা হ্রাস পাবে এবং ফলন ও ফলের গুণগতমান বৃদ্ধি পাবে।

সাথে একটি ৫-৭ বছর বয়সী গাছে ইউরিয়া ৮০০ গ্রাম, এমওপি ৩৫০ গ্রাম সমান দুইভাগে ভাগ করে একভাগ আমের গুটি মটরদানাকৃতি হলে এবং সংগ্রহের এক মাস আগে মাটিতে প্রয়োগ করতে হবে। ফলে আমের আকার ও ফলন বৃদ্ধি পাবে।

দুই/এক দিন পরে প্লানোফিক্স ( ১ মিলি/৪.৫ লিটার পানি)/মিরাকুলান (১ মিলি/ লিটার পানি)/ফ্লোরা ( ২ মিলি/লিটার পানিতে ) মিশিয়ে স্প্রে করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/ ০৭ এপ্রিল ২০২১