‘আম্ফান’ আঘাত হানার আগেই বোরো ধান কাটার নির্দেশনা

424

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ আঘাত হানার আগেই পাকা বোরো ধান কেটে ঘরে তুলতে কৃষকদের নির্দেশনা দিয়েছে বরিশাল জেলা প্রশাসন।

রোববার (১৭ মে) বিকেলে দুর্যোগ কমিটির এক সভায় এ নির্দেশনা দেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

বিভাগের সব জেলা ও উপজেলার প্রতিটি এলাকায় মাইকিং করে জনগণকে সতর্ক করারও নির্দেশনা দেন তিনি। পর্যাপ্ত মেডিকেল টিম, জরুরি খাদ্য ও পানীয়’র ব্যবস্থা করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

এদিকে, ভোলায় এক হাজার একশ’ চারটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। এছাড়া, চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে আনতে নৌযান ও স্বেচ্ছাসেবী প্রস্তুত আছে। প্রতিটি সাইক্লোন শেল্টারে সামাজিক দূরত্ব মেনে উপকূলবর্তী মানুষকে আশ্রয় নিতে বলা হয়েছে।

ফার্মসএন্ডফার্মার/১৮মে২০