আরবের খেজুর চাষ করে সফল ইদ্রিস আলী

2398

আরবের খেজুর

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কামারপাড়া গ্রামের খামারবাড়ির কৃষক ইদ্রিস আলী আরবের খেজুর চাষ করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ধান, গম, পাট, আলু ইত্যাদি ফসলের চাষ করে যাচ্ছেন। এসবের পাশাপাশি তিনি সৌদি আরবের খেঁজুরের একটি বাগানও করেছেন।

ইদ্রিস আলী অন্যান্য চাষাবাদের পাশাপাশি নিজস্ব এক বিঘা জমিতে সৌদি আরবের খেজুরের বাগান করেছেন। এদেশের মাটিতে ভিন্ন দেশের এই খেঁজুর চাষ করে তিনি অনেক লাভবান হয়েছেন ।

প্রতিটি গাছে থোকায় থোকায় খেঁজুর ধরেছে। তার খেঁজুরের বাগানে ইরানি ও সৌদি অজোয়া জাতের খেঁজুর রয়েছে। সৌদি আরবের সু-স্বাদু খেঁজুর বাগান দেখতে নাগেশ্বরীতে প্রতিনিয়তই দর্শনার্থীদের ভীর জমছে।

তিনি আরও বলেন, তার ছোটভাই ইউনুস আলী সৌদি প্রবাসী। মূলত তার পরামর্শেই তিনি খেঁজুর চাষের বাগান করেছেন।

এলাকায় তার সাফল্য দেখে অনেক কৃষকই খেঁজুর বাগান করতে শুরু করে দিয়েছে। তারাও সাফল্য পেতে আশাবদী।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ