আরিফস্ (বাংলাদেশ) লিমিটেড এর ২০২২ইং সালের বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

152

আরিফস্ (বাংলাদেশ) লিমিটেড এর ২০২২ইং সালের বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মূল বিষয়বস্তু “২০২২ইং সালের বিক্রয় নিয়ে পর্যালোচনা ও ২০২৩ইং সালের ব্যবসায়িক কর্মপরিকল্পনা ”।

বিক্রয় সম্মেলনটি ২৩.০২.২০২৩ইং তারিখে আরিফস্ (বাংলাদেশ) লিমিটেড এর নিজস্ব ভবন এস, এ, টাওয়ার ধানমন্ডির, HALL CDM এ সকাল ১০.৩০মিনিটে আরম্ভ হয়ে বিকাল ৪.৩০ মিনিটে শেষ হয়। প্রথমে কোম্পানীর জেনারেল ম্যানেজার জনাব প্রণয় কুমার দত্ত(অপু) ২০২২ইং সালের বিক্রয় হিসাব সমাপ্ত করণের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে জনাব প্রণয় কুমার দত্ত(অপু)-জেনারেল ম্যানেজার ও ডাঃ অধির রঞ্জন দাস-সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার ২টি প্রডাক্ট নিয়ে টেকনিক্যাল আলোচনা করেন(Gastrivix Avi এবং PRO-PAK®)।

অনুষ্ঠানটির ২য় সেশনে কোম্পানীর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক-জনাব খায়রুল কবির আরিফ ও নিবার্হী পরিচালক-জনাব শাহ আলম খান দ্বয় কোম্পানীর ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে মূলবান দিক নির্দেশনা দেন। সম্মেলনটি পুরস্কার বিতরনের মাধ্যমে সমাপ্তি হয়