আলুর কান্ড পচা রোগ

1348

রোগের নামঃ

আলুর কান্ড পচা রোগ Stem Rot of Potato (Selerotium rolfsii) ছত্রাকজনিত রোগ।

লক্ষণঃ এ রোগের আক্রমণের ফলে বাদামী দাগ কান্ডের গোড়া ছেয়ে ফেলে।
গাছ ঢলে পড়ে এবং নিচের পাতা হলদে হয়ে যায়া।
আক্রান্ত অংশে বা আশেপাশে মাটিতে ছত্রাকের সাদা সাদা জালিকা দেখা যায়।
আলুর গা থেকে পানি বের হয় এবং পচন ধরে।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
আক্রান্ত গাছ কিছুটা মাটি সহ সরিয়ে ফেলতে হবে।
জমি গভীর ভাবে চাষ করে কয়েক দিন ফেলে রাখা।
জমিতে পচা জৈব সার প্রয়োগ করতে হবে।

বীজ বপনের পূর্বে আলু বীজ শোধন করা (ম্যানকোজের ২ গ্রাম + ১ লিটার পানি)।
ট্রাইকোডারমা ভিড়িডি ৩-৪ গ্রাম + ১ লিটার পানি মিশিয়ে বীজ শোধন করা।

ফার্মসএন্ডফার্মার/ ০৯ ডিসেম্বর ২০২১