আলুর দাদ বা স্ক্যাব রোগ ও প্রতিরোধ ব্যবস্থাপনা

770

86220868_2517995701662676_660952731929804800_n
রোগের নাম:
আলুর দাদ বা স্ক্যাব রোগ

রোগের কারণ:
Sterptomyces scabies নামক জীবাণুর আক্রমণে এ রোগ হয়ে থাকে ।

লক্ষণঃ
হালকা দাদ হলে উিউবারের উপরে উঁচু এবং ভাসা বিভিন্ন আকারের বাদামী দাগ পড়ে।
রোগের গভীর দাদে গোলাকার গর্ত বা ডাবা দাগ পড়ে।
দাঁদ রোগে আলুর উপরে উঁচু অমসৃণ বিভিন্ন আকারের বাদামী খস্খসে দাগ পড়ে। আক্রমণ বেশী হলে পুরো আলু দাগে ভরে যায় এবং অনেক সময় দাগগুলো ডেবে যায়।
রোগের আক্রমণ সাধারণত ত্বকেই সীমাবদ্ধ থাকে। উচ্চ তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতা এ রোগ বিস্তারে সহায়ক।
এ রোগটি বীজ ও মাটি বাহিত। কোন পোষক গাছ ছাড়াই এ রোগের জীবাণু মাটিতে পাঁচ (৫) বছরের অধিক কাল পর্যন্ত বেঁচে থাকতে পারে।
সাধারণত গাছে আলু আসার সময় কম পক্ষে ৩০ দিন পর্যন্ত যদি জমিতে পর্যাপ্ত রস না থাকে অথবা আলু গাছের বয়স ৬৫ দিন পর যদি জমিতে অতিরিক্ত রস থাকে তাহলে এ রোগটি বেশী হয়।
বিভিন্ন প্রকার ফসল যেমন-মুলা, গাজর, শালগমে এ রোগের জীবাণু বহুদিন বেঁচে থাকে।

সমন্বিত দমন ব্যবস্থাপনা:

রোগমুক্ত বীজ ব্যবহার করা।
জমিতে বেশী মাত্রায় ইউরিয়া ব্যবহার কমানো।
বরিক এসিড ৩ গ্রাম + ১ লিটার পানি মিশিয়ে বীজ শোধন করা বা বীজের গায়ে ¯েপ্র করা।
১ লিটার পানি মিশিয়ে বীজ শোধন করজমিতে হেক্ট প্রতি ১২০ কেজি জিপসাম সার ব্যবহার করা।
এ রোগে আক্রান্ত আলু কখনই বীজ আলু হিসেবে ব্যবহার না করা।

রোগ প্রতিরোধী বা সহনশীল জাত যেমন-বারি আলু-২৫, বারি আলু-২৮, বারি আলু-৩১, বারি আলু-৩৪, বারি আলু-৩৭, বারি আলু-৪০, বারি আলু-৪১, বারি আলু-৪৮, বারি আলু-৫০, বারি আলু-৫৩, বারি আলু-৫৬, বারি আলু-৫৭ এর চাষ করা।
রোগমুক্ত বীজ ব্যবহার করা ও কন্দক রোপণের পূর্বে বীজআলু কোল্ড স্টোরেজ থেকে সংগ্রহের পর স্প্রাউটিং এর পূর্বে প্রোভে ২০০ (০.৩%) বা ডাইথেন এম-৪৫ (০.৩%) দিয়ে শোধন করে বপন করা।
সুষম সার ব্যবহার করা।

সেচের তারতম্যের কারণে অনেক সময় দাঁদ রোগের সূচনা হয়। দাঁদ রোগ নিয়ন্ত্রণের জন্য আলু লাগানোর ৩০-৩৫ দিন পর্যন্ত কোন অবস্থাতেই মাটিতে রসের যেন ঘাটতি না হয় সেদিকে লক্ষ্য রাখা।

আলুর টিউবার ধারণের সময় ৩৫-৫৫ দিন পর্যন্ত পর্যাপ্ত সেচের ব্যবস্থা করা।
আলু উত্তোলনের আগে মাটিতে বেশী রস থাকলে আলু দাঁদ রোগে আক্রান্ত হতে পারে, এ জন্য গাছের বয়স ৭০ দিনের পর সেচ বন্ধ করা।
বীজ আলু চাষের পূর্বে জমিতে সরিষা, কাউন, সয়াবিন দ্বারা সবুজ সারে চাষ করা।
শষ্য পর্যায়ে জমিতে গম বা ডাল জাতীয় ফসল চাষ করা।

ফার্মসএন্ডফার্মার/১১ফেব্রু২০২০