আলুর সাধারণ দাঁদ বা মামড়ি রোগ দমন করবেন যেভাবে

769

আলুর সাধারণ দাঁদ বা মামড়ি রোগ

রোগের নাম: সাধারণ দাঁদ বা মামড়ি (Common scab)

রোগের কারণ: ষ্ট্রেপটোমাইসিস স্ক্যাবিস (Streptomyces scabies) নামক ব্যাকটেরিয়া
রোগের লক্ষন: স্ক্যাব রোগ শুধুমাত্র আলুতেই হয় । প্রথমে আলুর উপর ছোট ছোট বাদামী রংয়ের দাগ পড়ে। এই দাগ দ্রুত বেড়ে আলুর খোসাকে খসখসে করে ফেলে। অনেক গুলো দাগ যখন একত্রে বাড়তে থাকে তখন আলুর উপরিভাগটা খুবই খসখসে হয়ে যায়। আক্রান্ত আলুর চেহারা বিশ্রী হয়ে যায়। ইহার ফলে আলু বাজারে অনেক কম দামে বিক্রয় হয়।

প্রতিকার:
১) বীজ আলু রোগমুক্ত হতে হবে।
২) আক্রান্ত জমিতে সার দেয়ার প্রয়োজন হলে অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করতে হবে।
৩) রোগ প্রতিরোধী আলুর জাত চাষ করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/১২জুন২০