আল-মোমেন এগ্রোর হালখাতা ও পুরস্কার বিতরণী

407

0anyo5f0
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আল- মোমেন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শুভ হালখাতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ৩ এপ্রিল (শুক্রবার) কোম্পানির নিজস্ব জায়গায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জহরুল হক মোহন সাহেব, মাননীয় এমপি নরসিংদী -৩ (শিবপুর) ও সভাপতিত্ব করেন আল-মোমেন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও রায়পুরা উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হাজী আ. মোমেন সাহেব।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা, শিবপুর, উপজেলা দিলীপ কুমার ধর, ম্যানেজার রায়পুরা শাখা, ইসলামী ব্যাংক ও ম্যানেজার প্রিমিয়ার ব্যাংক আশকোনা শাখাসহ সকল গণ্যমান্য ব্যক্তিরা এবং প্রাণপ্রিয় সম্মানিত ডিলার ও খামারীরা।

আল-মোমেন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক হাজী মোমেন বলেন, আমি সবার কাছে দোয়া প্রার্থী।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন