আশুগঞ্জে বিভিন্ন জলাশয়ের পোনা মাছ অবমুক্তকরণ

432

পোনা মাছ অবমুক্তকরণ

আশগঞ্জ প্রতিনিধি:মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরের ৪১২ কেজি পোনা মাছ অবমুক্তকরণ করেছে আশুগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তর।

সোমবার দুপুরে উপজেলার বাজার চর চারতলা বিলে ও বিভিন্ন জলাশয়ে প্রধান অতিথি হিসেবে পোনা মাছ অবমুক্ত করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি।

এসময় আশুগঞ্জ মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিমুল হায়দার, মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাফি উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি, তারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদল সাদির প্রমুখ।

ফামর্সএন্ডফার্মার২৪/জাকির