আহকাবের নব-নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

421

আহকাব

এনিমেল হেল্‌থ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) এর বার্ষিক সাধারণ সভা ও নব-নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটস্থ খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনের কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আহকাবের বেশিরভাগ সদস্য ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ৩ নভেম্বর ১৫ সদস্যের নির্বাহী কমিটির কর্মকর্তা পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অ্যাডভান্স বায়ো প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এম নজরুল ইসলাম সভাপতি ও বায়ো ল্যাবের সত্তাধিকারী ডা. মো. কামরুজ্জামান মহাসচিব পদে নির্বাচিত হন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন