জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকে: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে তিন ফসলী ধানী জমিতে ইট ভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে চার গ্রামের শত শত কৃষক।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন করে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নিত্যানন্দপুর, চরপাড়া, চর আড়ুয়াকান্দী এবং আড়ুয়াকান্দী গ্রামের শত শত কৃষক ও সাধারণ মানুষ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে তারা। স্মারক লিপিতে ওই এলাকার শত শত কৃষকের পক্ষে এনামুল হক জানান, নিত্যানন্দপুর মৌজার চর আড়ুয়াকান্দী গ্রামের চৌ রাস্তার পূর্ব পার্শ্বে তিন ফসলী আবাদি জমিতে একটি ইটভাটা নির্মাণের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ফলে ওই এলাকার কয়েকশত একর তিন ফসলী আবাদি ধানী জমির ব্যাপক ক্ষতি সাধন হবে। যা কৃষকদের জন্য চরম দুর্দশা বয়ে আনবে। অবিলম্বে এলাকাবাসী ইটভাটা স্থাপনের কার্যক্রম বন্ধ কল্পে সাধারণ কৃষকের কৃষি জমি রক্ষার জন্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি কামনা করেছেন।
- Tinder successfully stars up new Floating and Soya Extruder at Aleya Feeds Ltd
- ‘নীতি ঠিক রেখে ব্যবসা করতে পারলে বাফিটা একদিন অনেক শক্তিশালী সংগঠনে পরিণত হবে’
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন