ইবিএইউবি-এর মাননীয় উপাচার্য ভিয়েতনাম সরকার কর্তৃক “Certificate of Merit” অর্জন

347

সার্টিফিকেট অব মেরিট

ইবিএইউবি-এর মাননীয় উপাচার্য বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক উন্নয়নে অবদান রাখার জন্য “Certificate of Merit” অর্জন করেছেন।

গতকাল ১৫ অক্টোবর ২০১৯ ইং তারিখে বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক উন্নয়নে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরুপ ভিয়েতনাম দূতাবাস বাংলাদেশ কর্তৃক আয়োজিত এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে
এই পুরুষ্কার প্রদান করা হয়।

প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান, উপাচার্য, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-কে ভিয়েতনাম সরকারের পক্ষে “Certificate of Merit” হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের মান্যবর রাষ্ট্রদূত জনাব ত্রান ভান খোয়া।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ