কৃষি বিষয়ক কবিতা: ঋতুর ফসল

1727

images

সুশান্ত কুমার ঘোষাল

বাড়ির পাশে জংলা জমি
রেখো নাকো ফেলে,
হাত লাগিয়ে সাফ করে নাও
তোমরা সবাই মিলে।

ঋতুর ফসল ফলাও সেথা
যখন যেটা মেলে।
লাউয়ের বিচি, কুমড়ো দানা
লাগাও পুকুর পাড়ে;

একটুখানি যত্ন নিলে
তরতরিয়ে বাড়ে।
জৈব সার একটু না হয়
সময় মতো দিলে।

লাউয়ে আছে ফলিক অ্যাসিড,
আছে ভিটামিন;
কুমড়ো খাবে, ভরা তাতে
বিটা ক্যারোটিন।

বালাই ব্যাধি দূরে রবে,
রইবে হেসে খেলে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪.কম/এম