গবাদিপশু পালনে স্বাবলম্বী হচ্ছে দেশের মানুষ। একইসাথে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে সমস্যায় পড়তে হচ্ছে। গবাদিপশু পালনে অন্যতম প্রতিবন্ধকতা হলো হিট স্ট্রোক। গরমে গবাদিপশুর হিট স্ট্রোক দূর করার কৌশল জেনে থাকা প্রত্যেক খামারির একান্ত জরুরি।
গরমে গবাদিপশুর হিট স্ট্রোক দূর করার কৌশল বিষয়ে এগ্রিকেয়ার২৪.কম কথা বলেছে প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন রাজশাহীর পবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুল ইসলাম।
গরুর হিট স্ট্রোকের লক্ষণ:
১. গরু ঘন ঘন শ্বাস-প্রশ্বাস নিবে।
২. অস্থিরতা দেখা যাবে।
৩. ঘন ঘন দাঁড়ানো এবং বসতে দেখা যাবে।
৪. আস্তে আস্তে মাটিতে ঢলে পড়বে।
গরুর হিট স্ট্রোক হওয়ার কারনগুলো মোটাদাগে:-
১. খামারের ঘরগুলো বেশ বড় করতে হবে। ১৬-১৮ ফুট উঁচু এবং ১০-১২ ফুট প্রস্থ থাকতে হবে। এছাড়া উত্তর দক্ষিণ বরাবর লম্বা এবং পূর্ব-পশ্চিম দিকে খোলা রাখতে হবে। যেন প্রচুর আলো বাতাস প্রবেশ করতে পারে।
২. গরুকে পানি খাওয়াতে হবে। একটা সুস্থ গরু ২৫-৩০ লিটার পানি খেতে পারে। অনেক খামারি এই পানি খাওয়াতে পারে না। গরুকে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে।
৩. যদি সম্ভব হয় দিনে ১-২ বার গোসল করাতে হবে।
৪. গরুর ঘরে দাঁড়ানো ফ্যানের ব্যবস্থা করতে হবে। সিলিং ফ্যানের বাতাস অনেকটা গরম হয় তাই এই ফ্যানের কার্যকারিতা বেশি।
৫. খামারে ভেন্টিলেশন বাড়াতে হবে।
৬. বড়ি ওয়েট/ ওজন অনুযায়ী খাবার দিতে হবে। দানাদার খাবারের পরিবর্তে ঘাস দিতে হবে।
৭. ভিটামিন কাঁচা ঘাসে বেশি থাকে তাই বাড়তি ভিটামিন না দেওয়াই ভালো।
৮. খামারের বাইরে যেসস গরু থাকবে বা চড়ে বেড়ায় সেসব গরুগুলোর জন্য ছাঁয়াযুক্ত স্থানের ব্যবস্থা রাখতে হবে।
৯। গরুর হিট স্ট্রোক এড়ানোর জন্য খামারের চারপাশে গাছ লাগাতে হবে। খামারের চারদিকে ছায়াযুক্ত গাছ থাকলে গরুর খামারের তাপমাত্রা তীব্র গরমেও স্বাভাবিক থাকবে। এর ফলে গরু সহজেই হিট স্ট্রোকে আক্রান্ত হবে না।
১০। গরমের সময়ে গরুর শরীরের তাপমাত্রা খুব বেড়ে গেলে যদি সম্ভব হয় তাহলে গরুর মাথায় ঠাণ্ডা বরফ দিয়ে ঘসে দিতে হবে। আর এর ফলে গরুর শরীরের তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে এবং গরুর হিট স্ট্রোক হবে না।
ফার্মসএন্ডফার্মার/ ২০ মে ২০২১