এই প্রথম ময়মনসিংহের ফুলপুরে ভাসমান বীজতলা তৈরি করা হলো

376
খরিয়া নদীতে ভাসমান বীজতলা
খরিয়া নদীতে ভাসমান বীজতলা
খরিয়া নদীতে ভাসমান বীজতলা

ময়মনসিংহ থেকে: ময়মনসিংহের ফুলপুরে কৃষি বিভাগের উদ্যোগে এই প্রথম খরিয়া নদীতে ভাসমান বীজতলা তৈরি করা হয়েছে। সাধারণত হাওড় অঞ্চলে বন্যাপ্রবণ এলাকার জন্য এ ধরনের বীজতলা তৈরি করা হয়ে থাকে।

কলাগাছের ভেলা বানিয়ে উহাতে ২ থেকে ৩ ইঞ্চি পরিমাণ মাটি বিছিয়ে ১০ মিটার বাই দেড় মিটার পরিমাণ জায়গায় ১ থেকে দেড় কেজি বীজ বুনতে হয়। বন্যার পানি নেমে গেলে কৃষকরা যাতে দ্রুত তাদের জমি চাষাবাদ করতে পারেন সেই লক্ষ্যেই সরকার এই বীজতলা আবিষ্কার করেন। ২টি করে চারা একসঙ্গে রোপন করতে হয়।

তবে বীজতলা তৈরির পর বন্যার পানি নামতে যদি দেরি হয় এবং চারার বয়স ২০ থেকে ২৫ দিনের বেশি হয় তাহলে ৪ থেকে ৫টি করে চারা একত্রে রোপন করতে হবে।

কৃষি বিভাগের উদ্যোগে স্থানীয় কৃষক মুফাখখারুল ঈদের আগের দিন অর্থাৎ ২২ আগস্ট পরীক্ষামূলক এই প্রথম এ বীজতলা তৈরি করেন।

অত্যাধুনিক কায়দায় খরিয়া নদীতে তৈরি করা দৃষ্টিনন্দন এ বীজতলা কৃষকদের দৃষ্টি কেড়েছে।

কৃষক মুফাখখারুল বলেন, সামান্য বন্যাতেই ফুলপুরের নিম্ন এলাকা প্লাবিত হয়ে বীজতলা নষ্ট হয়ে যায়। পরে বন্যার পানি চলে গেলেও বীজের অভাবে আমরা ধান রোপন করতে পারতাম না। এখন কৃষকদের আর সেই কষ্ট ভোগ করতে হবে না। বাড়ির পাশে কোন ডোবা বা নদীতে এ ধরনের বীজতলা তৈরি করে সময়মত চাষাবাদ করা যাবে। এসব বীজতলার রয়েছে হরেক রকম সুবিধা।

১.এ ধরনের বীজতলা তৈরি করতে কলা গাছ ব্যতিত তেমন কোন খরচের প্রয়োজন পড়ে না।
২. নিজের কোন ভূমির প্রয়োজন পড়ে না।
৩. মাত্র ২০-২৫ দিনে এ বীজ ক্ষেতে রোপনের উপযুক্ত হয়।
৪. এ বীজতলার চারদিকে বেড়া দেওয়া লাগে না।
৫. গরু-ছাগল, মুরগী বা ছাগলে বীজ খেয়ে ফেলার আশংকা থাকে না।
৬. এ বীজতলা স্থানান্তরযোগ্য।
৭. ক্ষেতে বপন করা বীজের তুলনায় এসব বীজ উঠানো সহজসাধ্য।
৮. এতে ফলনও ভাল হয়।
৯. কোন সার গোবরের প্রয়োজন পড়ে না।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাম্মিম জাহান বলেন, কৃষি বিভাগের একটি স্লোগান হলো- ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।’ সে হিসেবে কৃষিখাতকে সরকার নানাদিক থেকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। বন্যা পরবর্তী সময়ে কৃষকের ক্ষতি পুষিয়ে নিতেই মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর পরামর্শে সারা দেশের মতো জেলার ফুলপুরেও এই ভাসমান বীজতলা তৈরি করা হয়েছে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন