আমাদের দেশে গরু পালন করে অনেকেই তাদের বেকারত্ব দূর করে স্বাবলম্বী হচ্ছেন। গরু পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এ জন্য গরুর খামারে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার জন্য কিছু ঔষধ ও উপকরণ রাখতে হয়। খামারে যেসব ঔষধ রাখা প্রয়োজন সে সম্পর্কে-
খামারে যেসব ঔষধ রাখা প্রয়োজনঃ
১। পটাশ
২। রুচিবধর্ক ঔষধ
৩। ওলান প্রদাহের জন্য
৪। ক্যালশিয়াম রগে যেটা দেয়
৫। কৃমির ওষধ
৬। নাপা + থামোর্মিটার (এইচভেট) জ্বরের জন্য
৭। ক্যাটাফস (ভিটামিন)
৮। পিংক স্প্রে এটা ঘাঁ শুকানোর জন্য একটি যাদুকরি স্প্রে
৯। ব্লিচিং পাউডার
১০। জেন্টারেন
১১। রেনামাইসিন ট্যাবলেট+ইনজেকশন
১২। তুলা
১৩। পেটফাপার জন্য বভিকেয়ার ব্লক ফ্রি ইত্যাদি
১৪। সিরিন্জ ৩মিলি,৫মিলি,১০মিলি,১৫মিলি
১৫। গুল+নেপতিন
১৬.সবচেয়ে গুরুতপূর্ন বিষয় হচ্ছে প্রত্যেক গরু+বাছুরের ডাটা ব্যাচ করা গরুটা কয়বার হিটে আসছে,কতটুকু ঔষধ দিলেন তথা সে কতবার অসুখে পরেছে কতবার তাকে আপনি ট্রিটমেন্ট করেছেন সে আপনাকে কতটুকু দুধ দিয়েছেন আর আপনি তার পিছনে কত টাকা খরচ করেছেন।
ফার্মসএন্ডফার্মার/২২জানু২০২০