এক ইউনিট বাগানের আম উৎপাদন ও এর বাজার মূল্যের আর্থিক পরিসংখ্যান (সম্ভাব্য)

869

%e0%a6%86%e0%a6%ae

লাইফটাচ আইডিয়াস এন্ড ডেভলপমেন্ট লি. এর ৫ শতাংশ জমি নিয়ে এক ইউনিট বাগানের দ্বিতীয় থেকে ১২ বছর পর্যন্ত আম উৎপাদন ও উৎপাদিত আমের বিক্রয়মূল্যের একটি সম্ভাব্য বিবরণী তুলে ধরা হলো।

%e0%a6%86%e0%a6%ae-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%a8

প্রবীণ এবং অভিজ্ঞ কৃষিবিদ ও বাগান বিশারদদের সার্বিক পরিকল্পনা ও গবেষণার ফলে Dense Plantation পদ্ধতিতে জমির সর্বচ্চ সঠিক ব্যবহার করে আমরা নিশ্চিত করেছি স্বল্প জমিতে অধিক ফলন। সাধারণত আম্রপালি গাছ সর্বচ্চ ১২ থেকে ১৫ বছর পর্যন্ত ফল দিয়ে থাকে। তাই এখানে ১২ বছরের হিসাব প্রদর্শন করা হয়েছে।