এক কাতলের দাম ৪৬ হাজার টাকা

415

২৯ কেজি ওজনের একটি কাতল মাছ ৪৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটের মৎস্য আড়তে বুধবার সকালে মাছটি বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী মো. জালাল মৃধার আড়ত থেকে মাছটি ৪৬ হাজার ৪০০ টাকায় কিনে নেন ঢাকার এক ব্যবসায়ী।

এর আগে বুধবার ভোরে লৌহজং উপজেলার মাওয়া মৎস্য আড়তের পূর্ব ছিডারচর এলাকায় পদ্মা নদীতে ধরা পড়ে ২৯ কেজি ওজনের কাতল মাছটি। উজ্জ্বল নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। মাছটি মাওয়া ঘাটে নিয়ে গেলে একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

মাছ ব্যবসায়ী মো. জালাল মৃধা বলেন, কাতল মাছটি পাইকারি দরে বুধবার সকালে বিক্রি করা হয়েছে। বড় আকৃতির কাতল ও রুই মাছের চাহিদা অনেক বেশি। তিনি ২৯ কেজি ওজনের কাতল মাছটি এক হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন।

ফার্মসএন্ডফার্মার/০৪ফেব্রুয়ারি২০২১