এক বাঘাইড়ের দাম ৪১ হাজার

170

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মায় ধরা পড়েছে ২৭ কেজি ওজনের একটি বাঘাইড়। শুক্রবার (৯ জুন) সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট সংলগ্ন স্থানে জব্বার হালদার নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

জব্বার হালদার জানান, মাছটি বিক্রির জন্য রওশন মোল্লার আড়তে নিয়ে গেলে এক হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন সম্রাট শাজাহান মিয়া নামের এক ব্যবসায়ী।

এ বিষয়ে সম্রাট শাজাহান মিয়া জানান, মাছটি কেনার পর মোবাইলে যোগাযোগ করে প্রতি কেজিতে ১০০ টাকা লাভে ঢাকার এক শিল্পপতির কাছে ৪১ হাজার ২৫০ টাকায় বিক্রি করেছি।