বাণিজ্যিক পোল্ট্রি পালনকালে খামারীদের খাদ্য বাবদ সিংহভাগ ব্যয় করতে হয়। পোল্ট্রির জন্য খাদ্য সরবরাহ করতে গিয়ে খামারীরা মোট খরচের প্রায় ৭০ ভাগ ব্যয় করে থাকেন। সেজন্য পর্যপ্ত মুনাফা করতে হলে পোল্ট্রিকে সঠিক মাপের মানসম্পন্ন খাদ্য দেয়া একান্ত জরুরি। কেননা, সঠিক খাদ্য ব্যবস্থাপনা খামারীদের মুনাফাকে প্রভাবিত করে।
জেনেটিক্যালি উন্নত ও আধুনিক পোল্ট্রি সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করে বলে এগুলোকে সঠিক খাদ্য দেয়া দরকার। মুরগির জাত, বয়স ও চাহিদা অনুযায়ী এমনভাবে খাদ্য উপাদান সংগ্রহ করতে হবে যা হবে পর্যাপ্ত পুষ্টিমানসম্পন্ন এবং ব্যয়সাশ্রয়ী। এমন চিন্তা ভাবনা থেকে ২০১৫ সালে ‘কে এন বি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের’ যাত্রা শুরু করে।
কুষ্টিয়া জেলার সকলের অতি আপনজন সদা হাস্যেজ্জ্বল, সদালাপী মো. কামরুজ্জামান (নাসির) এর মুখোমুখি হয়েছিলেন ফামর্সঅ্যান্ডফার্মার২৪.কম-এর প্রধান সম্পাদক মো. শফিকুল ইসলাম।
আলাপের শুরুতে কে এন বি এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান নাসির বলেন, দেশের এগ্রো সেক্টরকে নিয়ে আমার দীর্ঘদিনের ভিশন ও মিশনের প্রতিফলন ঘটিয়েছি। আমাদের মূল লক্ষ্য কমিটমেন্ট, কোয়ালিটি ও সার্ভিস। আমরা যা বলি সেটা রাখতে চেষ্টা করি। কোয়ালিটির/গুণগতমানের ক্ষেত্রে আমরা কোন আপোশ করি না। খামারী-কৃষকের সার্ভিস বা সঠিক সেবা প্রদানের জন্য আমাদের রয়েছে দেশি-বিদেশি বিশেষজ্ঞ টিম। যা প্রতিনিয়ত সেবা প্রদান করে যাচ্ছে।
আর এজন্য খামারী তথা এগ্রো সেক্টরের সবার মধ্যে জায়গা করে নিতে কে এন বি এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামানের বেশি বেগ পেতে হয়নি।
কে এন বি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বর্তমান উৎপাদনক্ষমতা চায়নার বিশ্বখ্যাত HINRI কোম্পানির মেশিনে প্রতি ঘণ্টায় ১০ টন Extruded (floating) including micoro fish feed এবং ৮ টন Specially fish (pellet) এবং YANBEI মেশিন থেকে ঘণ্টায় ৫ টন Specially poultry (pellet) এবং ঘণ্টায় ৫-৮ টন Specially poultry (Mash) ফিড উৎপাদন করছে।
এগ্রো সেক্টর সম্পর্কে জ্ঞান আহরণে কামরুজ্জামান (নাসির) চায়না, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। এগ্রো সেক্টরে বিশেষ অবদানের জন্য অর্জন করেছেন রোটারী ক্লাব, কাঙাল হরিনাথ পদক, সায়েন্স অ্যান্ড আইটি ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড-২০১৭, বাংলাদেশ স্বপ্নকুঁড়ি ফাউন্ডেশন, একুশে স্মৃতি সংসদ, অনন্যা সোস্যাল ফাউন্ডেশন, নেলসন ম্যান্ডেলা পদক -২০১৬, শেরে-বাংলা এ কে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশন, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক-২০১৪, নবাব সিরাজউদ্দোলা স্মৃতি পদক-২০১৫ সহ অর্ধশত পদক।
মো. কামরুজ্জামান (নাসির) এগ্রো সেক্টরের পাশাপাশি পরিবেশবান্ধব Auto brick Plant এবং Software development Farm-এর একজন সফল উদ্যোক্তা।
এই শিল্পকে নিয়ে ভবিষৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি বলেন, আগের ৩০ টন (ঘণ্টায়) ফিডের সঙ্গে খুব শিগগিরই (ঘণ্টায়) ১০ টন ফ্লটিং ফিস ফিড আমরা মার্কেটে দিতে পারব। আর এর জন্য সব কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।
এছাড়া ডিলার ও খামারীদের ভালোমানের এক দিনের বাচ্চা দেয়ার লক্ষে অত্যাধুনিক কন্ট্রোল হাউজ এবং বিশ্ববিখ্যাত ইনকিউবেটরের মাধ্যমে নিজেস্ব পোল্ট্রি ব্রিডিং ফার্ম ও হ্যাচারির কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। আশা করি ২০১৮ সালের মধ্যে নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত বাচ্চা মার্কেটে দিতে পারব।
অবশেষে এগ্রো সেক্টর নিয়ে ‘ফামর্সঅ্যান্ডফার্মার২৪ডটকম’ অনলাইন পত্রিকার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘ফামর্সঅ্যান্ডফার্মার২৪ডটকম’ সবার আগে এগ্রো সেক্টরের সঠিক ও সর্বশেষ তথ্য প্রচার করে সহায়তা করবে বলে আশা রাখি।
যশোরে ঝিঙ্গা চাষ দিনদিন জনপ্রিয় হচ্ছে
জয়পুরহাটে ২ ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
মডেল চাষি সহিদের ভাসমান সবজি চাষ
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম