এবার মশার আক্রমণে গরুর মৃত্যু

314

গরু

যশোরে মশাবাহিত নতুন এক রোগ ছড়িয়ে পড়েছে। যা নিয়ে স্থানীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে এবার মশার আক্রমণের শিকার মানুষ নয়, এই রোগে আক্রান্ত হচ্ছে গবাদিপশু।

জানা গেছে, আক্রান্ত গরুর পা ফুলে যাওয়ার পর জ্বর হয়ে ২-৩ দিনের মধ্যে শরীরে বসন্তের মতো ফোঁসকা দেখা দেয়। খুরেও দেখা দেয় ক্ষত। বেশ কয়েকটি গরু মারা যাওয়ায় পর রোগটি নিয়ে খামারিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

‘লামপি স্কিন ডিজিজ’ নামের নতুন এই রোগে যশোরের আট উপজেলার প্রায় ১৭ হাজার গরু আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে অন্তত ২৫টি গরুর।

তবে রোগটি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন যশোর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ভবতোষ কান্তি সরকার। তিনি বলেন, গরুর শরীরে নানা ধরনের ক্ষতি হলেও এতে মৃত্যুঝুঁকি তেমন নেই। উপসর্গ দেখা দিলে আক্রান্ত গরুকে অন্য পশুদের থেকে আলাদা রাখাসহ চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা জানিয়েছেন তিনি।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ