এবার সাতক্ষীরায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

465

S-1

সাতক্ষীরা : জেলায় আমন ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষি বিভাগ। কৃষকরা এখন ধান কেটে ঘরে তোলার অপেক্ষায়। কিছু কিছু মাঠের ধান ইতোমধ্যে কাটা শুরু হয়েছে। পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ ছাড়াই বেড়ে ওঠা সোনালী ধানের শীষে ভরে গেছে মাঠ।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান জানান, জেলায় চলতি বছর ৭ উপজেলায় উফশী এবং স্থানীয় জাত মিলিয়ে মোট ৮৪ হাজার ৯৫৭ হেক্টর জমিতে আমন চাষের আবাদ হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১৮ হাজার ৩৫০ হেক্টর, শ্যামনগর উপজেলায় ১৬ হাজার ১৭৭ হেক্টর, কালিগঞ্জ উপজেলায় ১৬ হাজার ৯২০ হেক্টর, দেবহাটা উপজেলায় ৫ হাজার ২০৮ হেক্টর, আশাশুনি উপজেলায় ৯ হাজার ১৩০ হেক্টর, তালা উপজেলায় ৭ হাজার ৯৫০ হেক্টর এবং কলারোয়া উপজেলায় ১১ হাজার ১৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। তবে প্রত্যেক উপজেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রার চেয়ে কৃষকরা বেশি ধান আবাদ করেছেন। চলতি বছর পোকামাকড়, রোগ-বালাইয়ের প্রভাব তুলনামূলকভাবে কম হওয়ায় আমনের বাম্পার ফলন হতে পারে বলে আশা করা হচ্ছে।

জেলার ৭ উপজেলার ৭৮ ইউনিয়নের মাঠে এখন সোনালী ধান দোল খাচ্ছে। কিছু কিছু এলাকায় ইতোমধ্যে ধান কাটা শুরু করেছে কৃষকরা। এসব ধান আগাম জাতের হওয়ায় আগেই ঘরে উঠবে ধান। তবে সপ্তাহখানেক পর পুরো দমে ধান কাটা শুরু হবে। এতে কৃষকের মুখে হাসি ফুটবে।

কৃষিবিদ কাজী আব্দুল মানান আরও জানান, চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন ও উৎপাদর বৃদ্ধির লক্ষ্যে জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। চাষিদের মাঝে কার্যকরী পরামর্শসহ দেয়া হয়েছে সব ধরণের সহায়তা। তাই বিগত মৌসুমের চেয়ে চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন