এমএস প্রোগ্রামে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য উচ্চশিক্ষায় গবেষণার মাধ্যমে নিজেদের ভাগ্য বদলাতে হবে

763

DSC_newsRE1504

খলিলুর রহমান, চট্টগ্রাম ভেটেরিনারি প্রতিনিধি: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেছেন, তরুণ শিক্ষার্থীদেরকে গবেষণার মাধ্যমে নিজেদের ভাগ্য বদলাতে হবে। অনেক তরুণ শিক্ষার্থী দেশÑবিদেশে গবেষণা করে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের জন্যও সুনাম অর্জন করেছেন। উপাচার্য আরও বলেন, মাঠ পর্যায়ে গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ও হাটহাজারীতে ক্যাম্পাস স্থাপন করেছে। কক্সবাজার ক্যাম্পাসে ‘ওয়াইল্ড লাইফ’ নিয়ে গবেষণা করার পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে। সে সুযোগ কাজে লাগাতে হবে। উক্ত দুটি ক্যাম্পাসে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে গবেষণার সুযোগ পাবেন।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫ম তলার কনফারেন্স হলে অনুষ্ঠিত মাস্টার্স অব সায়েন্স (এমএস) প্রোগ্রামে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা সমন্বয়ক ড. মো. মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আহসানুল হক, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডা. মো. রায়হান ফারুক, প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন। এ সময় বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট ও অনুষদীয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে জানুয়ারি-জুন ২০১৭ সেমিস্টারে মোট ১২৬ জন শিক্ষার্থী এমএস প্রোগ্রামে ভর্তি হয়েছে।