এসএমজি এ্যানিম্যাল হেল্‌থ-এর অর্থায়নে ওমরাহ হজ শেষে ফিরেছেন হাজিরা

312

এসএমজি

এসএমজি এ্যানিম্যাল হেল্‌থ কোম্পানি লিমিটেডের অর্থায়নে পবিত্র ওমরাহ হজ পালন শেষে সুস্থ অবস্থায় দেশে ফিরেছেন।

সোমবার রাত ২টায় দেশে ফিরেছেন ৫ সদস্যের হাজির একটি দল।

এ বছর ওমরাহ হজ পালন করতে যাওয়া হাজিরা হলেন-গাজীপুর কাপাসিয়া থেকে সাইফুল পোলট্রি (১ জন), নওগাঁ থেকে সম্রাট পোলট্রি (৩ জন) এবং কোম্পানির পক্ষ থেকে জোনাল ম্যানেজার মো. আলিউল আলম।

গত ১৩ মে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিদায় জানান, এসএমজি এ্যানিম্যাল হেল্‌থ কো. লি. এর ম্যানেজিং ডিরেক্টর আলহাজ এসএম শফিকুল গনি।

প্রতি বছর সেরা সাফল্যের অধিকারী ডিলার এবং কর্মচারীদের বিদেশ ভ্রমণে সুযোগের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের পবিত্র ওমরাহ হজের এই সুযোগ করে দেয়া হয়।

তিনি আরও বলেন, কিছুদিনের মধ্যে আরও একটি দল হজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন